ED: অভিষেকের আপ্তসহায়ককে তলব ইডির, রক্ষাকবচ চেয়ে গেলেন আদালতে
ED: সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁকে ইডি দফতরে হাজির হতে বলা হয়। কার্যত এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে আদালতের দ্বারস্থ হন সুমিত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা ওঠার পর মামলাকারী রক্ষাকবচ চান। যদিও বিচারপতি সে রক্ষাকবচ দেননি।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে। ইডির তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুমিত। কলকাতা হাইকোর্ট ইডিকে বলেছে, ১০ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা, তার নিষ্পত্তির করতে হবে। তার পর পরই ইডির পক্ষ থেকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে নোটিস পাঠানো হয় বলে খবর।
সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁকে ইডি দফতরে হাজির হতে বলা হয়। কার্যত এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে আদালতের দ্বারস্থ হন সুমিত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা ওঠার পর মামলাকারী রক্ষাকবচ চান। যদিও বিচারপতি সে রক্ষাকবচ দেননি। তবে ইডির আইনজীবীকে বিচারপতির সুপারিশ, সোমবার সকাল সাড়ে ১০টার জায়গায় বেলা ১২ টায় হাজিরার সময়সীমা ধার্য হোক। সোমবার ফের এই মামলার শুনানি।
নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু গ্রেফতার হওয়ার পর লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা তদন্তকারীদের স্ক্যানারে উঠে আসে। এরপরই আদালত এই সংস্থার সঙ্গে যুক্ত সকলের আর্থিক হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেয়। একইসঙ্গে দুই তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে আদালত জানায়, তাদের কেন মনে হল না এই নথিগুলো জোগাড় করা দরকার? এরপরই একে একে ইডি ডেকে পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। যদিও অভিষেক বা তাঁর মা-বাবা হাজিরা দেননি। অভিষেকের ক্ষেত্রে অবশ্য আইনি নির্দেশ ছিল। তবে হাজিরা দেন স্ত্রী রুজিরা। এবার অভিষেকের আপ্ত সহায়ককেও তলব।