Abhishek Banerjee: অভিষেকের পরিবারের সম্পত্তির নথি চাইল ED: সূত্র

Abhishek Banerjee: কেন্দ্রীয় সংস্থা কিছুদিন আগে তদন্তের স্বার্থে তল্লাশি চালায় সেই সংস্থার অফিসে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিষেক ওই সংস্থার সিইও পদে রয়েছেন। আর বুধবার অভিষেক নিজেই জানিয়েছেন যে তিনি ওই সংস্থার সিইও পদে রয়েছেন।

Abhishek Banerjee: অভিষেকের পরিবারের সম্পত্তির নথি চাইল ED: সূত্র
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 1:25 PM

কলকাতা: টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন নির্যাস নাকি শূন্যের থেকেও কম। তিনি কী বয়ান দিয়েছেন, সেটা আদালতে সামনে আনার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। তবে জিজ্ঞাসাবাদের পরও তদন্ত থেকে বিরত হচ্ছে না কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সব সদস্যের সম্পত্তির নথি, আয়-ব্যয়ের হিসেব চেয়েছেন তদন্তকারীরা। বেশ কিছু নথি ইতিমধ্যে অভিষেক জমা দিয়েছেন বলেও সূত্রের খবর।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তিনি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্মী ছিলেন। কেন্দ্রীয় সংস্থা কিছুদিন আগে তদন্তের স্বার্থে তল্লাশি চালায় সেই সংস্থার অফিসে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিষেক ওই সংস্থার সিইও পদে রয়েছেন। সেই সূত্র ধরেই অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, সেই প্রশ্নই তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার ইডি দফতর থেকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অভিষেক নিজেই জানান যে তিনি ওই সংস্থার সিইও পদেই রয়েছেন, তবে সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন তিনি।

আর সেই সংস্থার সূত্র ধরেই অভিষেকের পুরো পরিবারের সম্পত্তি ও আয়-ব্যয় সম্পর্কে ইডি জানতে চেয়েছে বলে সূত্রের খবর। অভিষেক ওই সংস্থার সিইও ও প্রাক্তন ডিরেক্টর, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও সংস্থার প্রাক্তন ডিরেক্টর। এছাড়া অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্য়ায় সংস্থার বর্তমান ডিরেক্টর। এই চারজনের সম্পত্তি সম্পর্কে জানতে চেয়েছে ইডি। এছাড়া লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার আয়-ব্যয়ের নথিও চাওয়া হয়েছে।