Central Team Report: কেন্দ্রীয় প্রকল্পে সই নেই, বঞ্চিত বাংলার শিক্ষা, বিস্ফোরক সুভাষ সরকার

Central Team Report: বাঁকুড়া এবং পুরুলিয়ায় কেন্দ্রের প্রতিনিধি দল এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। রাজ্য সরকারের সঙ্গে 'হাতে হাত' মিলিয়ে কাজ করার জন্য এসেছিল তারা। আর পরিদর্শনের আসার পর দেখা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার থাকলেও তার ব্যবহার হচ্ছে না, স্মার্ট ক্লাসরুম তৈরি হয়নি, খোলা আকাশে রান্না হচ্ছে মিড ডে মিল।

Central Team Report: কেন্দ্রীয় প্রকল্পে সই নেই, বঞ্চিত বাংলার শিক্ষা, বিস্ফোরক সুভাষ সরকার
ব্রাত্য বসু ও সুভাষ সরকারImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 8:28 AM

কলকাতা: কেন্দ্রের সিক্ষা প্রকল্প থেকে বঞ্চিত বাংলা। অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তাঁর দাবি, কেন্দ্রের ২৭ হাজার ৩৬০ কোটির ‘সমঝোতা পত্রে’ সই করেনি পশ্চিমবঙ্গ। তিনি আরও দাবি করেছেন, দেশের ২৭ টি রাজ্যের ৬ হাজার ২০৭ টি স্কুলে অভূতপূর্ব উন্নতি হওয়ার কথা ‘পিএম শ্রী’ প্রকল্পে। এই প্রকল্পের সমঝোতা পত্রে সই না করায় বাংলা বঞ্চিত হচ্ছে।

বাঁকুড়া এবং পুরুলিয়ায় কেন্দ্রের প্রতিনিধি দল এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। রাজ্য সরকারের সঙ্গে ‘হাতে হাত’ মিলিয়ে কাজ করার জন্য এসেছিল তারা। আর পরিদর্শনের আসার পর দেখা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার থাকলেও তার ব্যবহার হচ্ছে না, স্মার্ট ক্লাসরুম তৈরি হয়নি, খোলা আকাশে রান্না হচ্ছে মিড ডে মিল। শুধু তাই নয়, এই শীতকালেও খালি পায়েই স্কুলে যাচ্ছেন পড়ুয়ারা। এই রিপোর্টই তারা পাঠিয়েছে কেন্দ্রের শিক্ষামন্ত্রকের কাছে।

এরপরই কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার দাবি করেন, যে কেন্দ্রের ২৭ হাজার ৩৬০ কোটির সমঝোতা পত্রে সই না করার জন্যই রাজ্যের স্কুলগুলির উন্নতি হচ্ছে না। যার জন্য বঞ্চিত হচ্ছেন বাংলার পড়ুয়ারা। এমনকী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার নিজে ব্রাত্য বসুকে মেসেজ করেছেন তারপরও কিন্তু এই প্রকল্প কার্যকরী করা যাচ্ছে না। সুভাষ সরকারের কথায়, “এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুন মাসেই চিঠি পাঠিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আমি অগস্ট মাসেও চিঠি দিয়েছি ব্রাত্য বসুকে। জানি না এর সমাধান কী। শুধু চাইব এ রাজ্য যেন হাজার কোটির টাকার সুবিধে থেকে বঞ্চিত না হয়।”

সুভাষ সরকারের আরও দাবি, ব্রাত্য বসু মনে মনে চাইলেও, তিনি হয়তো সর্বেচ্চ স্তর থেকে অনুমোদন পাচ্ছেন না সেই কারণে এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। যদিও, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিষ্কার টুইট করে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের এই রিপোর্ট এবং এই বক্তব্য সম্পূর্ণ গৈরিকিকরণের প্রভাব। ফলত, পরিষ্কার ভাবে বলাই যায়, পিএম শ্রী প্রকল্পকে কেন্দ্র করে ফের কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের আবারও গন্ডগোল শুরু হয়েছে।