Kaikhali BSF Jawan Deadbody: কৈখালীতে OYO রুম থেকে উদ্ধার BSF জওয়ানের দেহ, পাশে রাখা মদের বোতল

Kaikhali: হোটেলের কর্মচারীদের দাবি, গতকাল সকাল ১১টা নাগাদও তাঁর সঙ্গে কথা হয়েছিল। তবে সন্ধ্যে ছ'টা বেজে যাওয়ার পরও তিনি না বেরনোয় হোটেলের কর্মচারীরা ফোন করেন তাঁকে। ফোন না মেলায় মালিককে খবর দেওয়া হয়। মালিক এসে দরজার নক করেন। তবে সাড়া শব্ধ না মেলায় খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেলের দরজা ভাঙে।

Kaikhali BSF Jawan Deadbody: কৈখালীতে OYO রুম থেকে উদ্ধার BSF জওয়ানের দেহ, পাশে রাখা মদের বোতল
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 7:11 AM

কৈখালী: হোটেল থেকে চেক আউটের সময় হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও বেরচ্ছিলেন না। সেই কারণে কর্মীরা দরজায় গিয়ে কড়া নাড়েন। ভিতরে থেকে দরজা না খোলায় শেষমেশ খবর দেওয়া হয় পুলিশে। আধিকারিকরা ঘরে ঢুকতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। বাথরুমের সামনের মেঝেতে পড়ে রয়েছেন বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে কৈখালীতে।

হোটেল সূত্রে খবর, মৃতের নাম চেতন রাম। বাড়ি ছত্তীসগঢ়ের বালোদা থানা এলাকায়। বর্তমানে তিনি ১৬ নম্বর ব্যাটেলিয়ান অসমে কর্মরত। গত ৩ জানুয়ারি কৈখালীর একটি ওয়ো হোটেলে আসেন। বুধবার সন্ধ্যে ছ’টা নাগাদ তাঁর হোটেলটি ছাড়ার কথা ছিল।

হোটেলের কর্মচারীদের দাবি, গতকাল সকাল ১১টা নাগাদও তাঁর সঙ্গে কথা হয়েছিল। তবে সন্ধ্যে ছ’টা বেজে যাওয়ার পরও তিনি না বেরনোয় হোটেলের কর্মচারীরা ফোন করেন তাঁকে। ফোন না মেলায় মালিককে খবর দেওয়া হয়। মালিক এসে দরজার নক করেন। তবে সাড়া শব্ধ না মেলায় খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেলের দরজা ভাঙে।

ভিতরে ঢুকে দেখেন বাথরুমের সামনে মেঝেতে পড়ে রয়েছে দেহ। পাশে পড়ে মদের বোতল। পুলিশের প্রাথমিক অনুমান, মদ খেয়েই মৃত্যু হয়েছে ওই সেনা কর্মীর। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।