Partha Chatterjee: ২৪ ঘণ্টা পার, রাতভর পার্থ-অর্পিতার বাড়িতে রইলেন ইডি আধিকারিকেরা

ED Raids: শুক্রবার সকাল ৭ টায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন ইডি আধিকারিকেরা। একটানা জিজ্ঞাসাবদ করা হয় তাঁকে।

Partha Chatterjee: ২৪ ঘণ্টা পার, রাতভর পার্থ-অর্পিতার বাড়িতে রইলেন ইডি আধিকারিকেরা
নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 6:49 AM

কলকাতা : শুক্রবার সকালে মন্ত্রীর ঘুম ভাঙার আগেই পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সকাল প্রায় ৭ টা নাগাদ প্রবেশ করেছিলেন তাঁরা। শুক্রবার দিনভর তল্লাশি আর জিজ্ঞাসাবাদ চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। ২৪ ঘণ্টা পার হওয়ার পরও সেখানেই রয়েছেন আধিকারিকরা। শনিবার সকাল থেকে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে বলে সূত্রের খবর। শুধু পার্থ নয়, তদন্তকারীরা রয়েছেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়িতেও।

ইডি-র তল্লাশি ঘিরে শুক্রবার দিনভর ছিল উত্তেজনা। সন্ধ্যা নামার পরই সেই তদন্ত প্রক্রিয়া নয়া মোড় নেয়।  অর্পিতা মুখোপাধ্য়ায় নামে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হয় ২০ কোটি নগদ টাকা। ইডি-র প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে বিলাসবহুল ফ্ল্যাটের ঘরে পড়ে রয়েছে রাশি রাশি ৫০০ বা ২০০০ টাকার নোট। ওই মহিলাকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই উল্লেখ করেছে ইডি। সেই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করছেন অফিসারেরা। কোথা থেকে এল অত নগদ টাকা? পার্থ-র সঙ্গে কতটা ঘনিষ্ঠতা? এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন আধিকারিকেরা। সূত্রের খবর, অর্পিতার কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে ইডি-র একটি দল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিল। দিন পেরিয়ে রাত হয়ে যাওয়ার পর আরও একটি টিম যায়। দুটি টিম মিলেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে পার্থ-র বাড়ি। পুলিশ বা আইনজীবী ছা়ড়া আর কাউকে ১০০ মিটারের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শুধু পার্থ বা অর্পিতা নয়, শুক্রবার দিনভর ১৪ টি জায়গায় চালানো হয়েছে তল্লাশি। আর এক মন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও গিয়েছিল ইডি। এ ছাড়া নিয়োগ দুর্নীতিতে যাঁদের নাম জড়িয়েছে সেই মানিক ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও চলে জিজ্ঞাসাবাদ। প্রায় ১৭ ঘণ্টা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বাড়িতে ছিল ইডি। আর শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়িতে আধিকারিকরা ছিলেন প্রায় ৯ ঘণ্টা। পরেশ অধিকারী বাড়িতে না থাকলেও তাঁর মেয়ে সহ অনেককেই জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকেরা।