Sahajahan Sheikh: শাহজাহান যেন ‘মেঘনাদ’, আছেন, তবে অলক্ষ্যে, এবার দ্বিতীয় নোটিস দিল ইডি
ED Notice to Sahajahan: আজই শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি রয়েছে বিশেষ ইডি আদালতে। শাহাজাহান যাতে আগাম জামিন না পায়, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি। আদালতে আজ শুনানির সময় ফের একবার নিজেদের যুক্তি সাজাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসবের মধ্যেই ফের দ্বিতীয় নোটিস পাঠানো হল শেখ শাহজাহানকে।
কলকাতা: সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে এবার দ্বিতীয় নোটিস পাঠাল ইডি। প্রথম নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছিল সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে। গত সোমবার, ২৯ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু সেই হাজিরা এড়িয়েছিলেন তিনি। উল্টে, আগাম জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এসবের মধ্যেই এবার দ্বিতীয় দফায় শাহজাহান শেখকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৭ ফেব্রুয়ারি ইডির অফিসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, আজই শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি রয়েছে বিশেষ ইডি আদালতে। শাহাজাহান যাতে আগাম জামিন না পায়, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি। আদালতে আজ শুনানির সময় ফের একবার নিজেদের যুক্তি সাজাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসবের মধ্যেই ফের দ্বিতীয় নোটিস পাঠানো হল শেখ শাহজাহানকে।
সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকে এলাকায় কোনও দেখা পাওয়া যায়নি তাঁর। তিনি কোথায় রয়েছেন, সে নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গিয়েছে। সন্দেশখালির ঘটনার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। এসবের মধ্যেই রাজনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছিল। শাসক-বিরোধী সব পক্ষের নেতাদেরই নিজস্ব যুক্তি রয়েছে এ বিষয়ে। মন্ত্রী অখিল গিরি যেমন বলেছেন, তাঁর অনুমান শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, গর্তেই ঢুকে রয়েছেন শাহজাহান।
বিতর্কের আবহে মুখ খুলেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। তাঁর আবার যুক্তি ছিল, যখন কেউ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন, তার মানে তখন তিনি আদালতের তত্ত্বাবধানেই রয়েছেন। কিন্তু শেখ শাহজাহান যে আসলে কোথায় রয়েছেন, সেই বিষয়ে স্পষ্ট ধারণা এখনও নেই কারও কাছেই। ইডি ইতিপূর্বেই লুক আউট নোটিস জারি করেছিল। পুলিশও খোঁজ চালিয়েছে। কিন্তু ধোঁয়াশা রয়েই গিয়েছে।