ইডি দফতরে রজত মজুমদার, সারদাকাণ্ডে ফের নজরে রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা

বহু কোটি টাকার ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে ষড়যন্ত্র, প্রতারণা এবং তহবিল তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার হতে হয়েছিল ২০১৪ সালে। যদিও কয়েকমাস পর ২০১৫ সালে তিনি জামিন পেয়ে যান।

ইডি দফতরে রজত মজুমদার, সারদাকাণ্ডে ফের নজরে রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 4:03 PM

কলকাতা: সারদাকাণ্ডে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিলেন রাজ্যের আর্মড পুলিশের প্রাক্তন ডিজি রজত মজুমদার। সারদার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই রজত মজুমদার। ২০১৪ সালে সিবিআই তাঁকে গ্রেফতারও করেছিল।

বহু কোটি টাকার ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে ষড়যন্ত্র, প্রতারণা এবং তহবিল তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার হতে হয়েছিল ২০১৪ সালে। যদিও কয়েকমাস পর ২০১৫ সালে তিনি জামিন পেয়ে যান।

১৯৭১ সালের ব্যাচের এই আইপিএস অফিসার পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। ২০০৮ সালে আর্মড পুলিশের ডিজি পদ থেকে ইস্তফা দিয়ে সারদা গোষ্ঠীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা শুরু করেন।

আরও পড়ুন: Exclusive: ‘সিঙ্গুরে শিল্প হবে’, রবীন্দ্রনাথকে পাশে নিয়ে বললেন অমিত শাহ

২০১০ সালে সারদা-কর্তা সুদীপ্ত সেন ও শান্তনু ঘোষের কাছ থেকে একটি সংবাদের চ্যানেলও তিনি কিনে নেন। সূত্রের খবর, সেই চ্যালেনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরোটের তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন: এক্সক্লুসিভ: রাজ্যে করোনা কতটা ভয়ঙ্কর হতে পারে, তার উপসর্গ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা