ইভিএম আদৌ কতটা বিশ্বাসযোগ্য? একুশের নির্বাচনে ভিভিপ্যাটের ফলের সঙ্গে কতটা মিল? চাঞ্চল্যকর রিপোর্ট কমিশনের
ইভিএমের (EVM) বিশ্বাসযোগ্যতায় সিলমোহর দিল ভিভিপ্যাট (VVPAT)। ২০২১ বিধানসভা নির্বাচনে 'ভোটার ভেরিফায়াব্যল পেপার অডিট ট্রেল'-এর সঙ্গে যে ইভিএমের ফল মিলল ১০০ শতাংশ। খুশি নির্বাচন কমিশেনর (Election Commission) কর্তা আধিকারিকরা।
কলকাতা: ইভিএমের (EVM) বিশ্বাসযোগ্যতায় সিলমোহর দিল ভিভিপ্যাট (VVPAT)। ২০২১ বিধানসভা নির্বাচনে ‘ভোটার ভেরিফায়াব্যল পেপার অডিট ট্রেল’-এর সঙ্গে যে ইভিএমের ফল মিলল ১০০ শতাংশ। খুশি নির্বাচন কমিশেনর (Election Commission) কর্তা আধিকারিকরা। ২১এর নির্বাচনে পশ্চিমবঙ্গ, পুদুচেরি, তামিলনাড়ু, অসম মিলিয়ে মোট ৪৪১২টি ভিভিপ্যাট গণনা হয়েছিল। তার সব কটি ফলই ইভিএমের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে।
নির্বাচনের সময় ইভিএমের ফল কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছিল না। গত লোকসভা নির্বাচনে ৮টি ক্ষেত্রে ভিভিপ্যাট ও ইভিএমের ফলের ক্ষেত্রে ফারাক রয়েছে। কোথাও ১ কোথাও ৪ একটি ক্ষেত্রে ৩৪ টি ভোটের পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। তাতেও জোরাল হয়েছিল ইভিএমে ভুল ফলাফলের দাবি। কিন্তু এবার ইভিএম-ভিভিপ্যাটে একই ফল বেরনোয় খুশি নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গেক ১৪৯২ টি ক্ষেত্র ছিল, যেখান থেকে ইভিএম ও ভিভিপ্যাটের কাউন্টিং হয়। সেখানে পুরো ১০০ শতাংশই ফল মিলে গিয়েছে। এক নজরে দেখে নিন ২০২১এর নির্বাচনে কোথায় কত ভিভিপ্যাট ছিল?
কেরল: ৭২৮ অসম: ৬৪৭ পুদুচেরি: ১৫৬ লোকসভা: ৪ উপনির্বাচন: ২০২ মোট ৪৪১২টি
এএনআইয়ের কাছে নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, ‘ইভিএম ও ভিভি প্যাটের তথ্যের মধ্যে ১০০ শতাংশ মিল রয়েছে। এটাই প্রমাণ করে ইভিএমের যথার্থতা ও নির্ভুলতা।’
আরও পড়ুন: ভরাডুবির জন্য সাংগঠনিক স্তরে গলদ রয়েছে! প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরানো হচ্ছে অধীরকে?
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রথম ইভিএম ব্যবস্থার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু একাধিকবার এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ২০১৯য়ের নির্বাচনে দেশের সর্বত্র ইভিএমে ভোট হয়। নির্বাচনের আগেও ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু নির্বাচনের কমিশনের এই রিপোর্ট ইভিএমের বিশ্বাসযোগ্যতা বাড়াল।