Kolkata Airport: ট্রলি ব্যাগের রডের ভিতর লুকনো বিদেশি মুদ্রা, অভিনব কায়দার পাচার ধরা পড়ল কলকাতায়

Kolkata Airport: কলকাতা থেকে ব্যাংককগামী স্পাইসজেটের এস জি ৪৩ বিমানে ওঠার কথা ছিল ওই যাত্রীর। তার আগেই আটক করা হয় তাঁকে।

Kolkata Airport: ট্রলি ব্যাগের রডের ভিতর লুকনো বিদেশি মুদ্রা, অভিনব কায়দার পাচার ধরা পড়ল কলকাতায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 11:19 AM

কলকাতা: পাচারের নতুন কৌশল। ট্রলি ব্যাগের রডের ভিতরে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বৈদেশিক মুদ্রা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর (Kolkata Airport) থেকে সেই যাত্রীকে আটক করা হল। সোনা বা বিদেশি মুদ্রা পাচারের নানা উপায় অবলম্বন করে থাকে পাচারের চক্রগুলি। মানব শরীরের মধ্যে মুদ্রা বা গয়না পাচারের নির্দশনও আগে দেখা গিয়েছে। তবে এদিন যেভাবে ট্রলি ব্যাগের রড থেকে টাকা উদ্ধার করা হল, তা অভাবনীয়। বুধবার বিকেলে ওই মুদ্রা পাচার করার সময়ই তা ধরা পড়ে যায়।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ৯১০০ মার্কিন ডলার পাচারের জন্য এই অভিনব কৌশল নেওয়া হয়েছিল। কলকাতা থেকে ব্যাংককগামী স্পাইসজেটের এস জি ৪৩ বিমানে ওঠার কথা ছিল ওই যাত্রীর। বুধবার বিকেলে ব্যাংককগামী বিমানে যাত্রার আগে ভারতীয় যাত্রী আনন্দ সিং বিমানবন্দরে পৌঁছলে লাগেজ স্ক্যানিং-এর সময় নিরাপত্তারক্ষীদের সন্দেহের মুখে পড়ে যান তিনি।

ব্যাগের মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে খবর যায় বিমানবন্দরের শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের কাছে। সেই মতো আধিকারিকরা এসে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন, তারপরে ব্যাগে তল্লাশি চালানো হয়। কিছু না মেলায় পুনরায় ওই ব্যাগটি স্ক্যানিং করা হয়, তাতেই দেখা যায় ট্রলি ব্যাগের রডের ভেতরে কিছু লুকনো আছে মুদ্রা। সেই রডটি কেটে ফেলার পর রডের মধ্যে থেকে ৯১০০ আমেরিকান ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭ লক্ষ ৪৪ হাজার ৩৮০ টাকা। ওই যাত্রীকে আটক করে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করে বৃহস্পতিবার সকালে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।