Mid Day Meal: আর শুধু ডিম-সোয়াবিন নয়, মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন-ফলও

Mid day Meal: রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৪ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে।

Mid Day Meal: আর শুধু ডিম-সোয়াবিন নয়, মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন-ফলও
মিড-ডে মিলের মেনুতে থাকবে মাংস, ফল (গ্রাফিক্স: শুভ্রনীল দে)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 11:21 AM

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে সুখবর! অতিরিক্ত পুষ্টি হিসেবে এবার মিড ডে মিলে মাংস, ডিম, ফলের টাকা বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর (SSC)। রাজ্যের সমস্ত জেলা শাসকদের এ সংক্রান্ত বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এবার থেকে রাজ্যের সরকারি স্কুলগুলির পড়ুয়াদের পাতে ডাল-ভাত-তরকারির পাশাপাশি থাকবে মুরগীর মাংস, ডিম। বরাদ্দ হবে ফলও।

জানানো হয়েছে পড়ুয়াদের পাতে পড়বে চিকেন। সপ্তাহে ৩ দিন ডিম ও মরসুমি ফল দেওয়া হবে। আর এর জন্য মোট ৩৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা খরচ করা হবে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে। একমাসে পড়ুয়া পিছু মোট ৩২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

প্রথমত, কয়েকদিন আগে মিড-ডে মিল প্রকল্পে দুর্নীতি ও অভিযোগ নিরসনে কেন্দ্রীয় মনিটারিং দল গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রক। একশো দিনের কাজ, আবাস যোজনার পর মিড ডে মিলেও এহেন দুর্নীতিতে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্র ।চাল চুরি থেকে নিম্নমানের খাবার পরিবেশন, কম ছাত্রকে খাইয়ে বেশি ছাত্র দেখানোর মতো নানা অভিযোগের প্রেক্ষিতে এই দল নজরদারি চালানো শুরু করে। কারণ মিড-ডে মিলের টাকার ৬০ শতাংশ বরাদ্দ করে কেন্দ্র, বাকি ৪০ শতাংশ টাকা আসে রাজ্য থেকে। পাশপাশি পুষ্টিবিদরাও বলতেন আরও পুষ্টি বাড়ানো উচিৎ। সেই কারণে উদ্যোগ।

দ্বিতীয়ত, বিরোধীদের কটাক্ষের মুখে ইতিমধ্যেই পড়তে হয়েছে রাজ্যের শাসকদলকে। মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ করেছে তারা। একা বিরোধী নয়, জেলাগুলি থেকে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও অভিযোগ এনেছিলেন। এ দিকে, আর কয়েকদিন পর পঞ্চায়েত ভোট। তার আগে বিরোধীদের মুখ বন্ধ করতে এই উদ্যোগ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।