Fake Passport: প্যাকেজ সিস্টেম থেকে ভুয়ো নথি চালানোর ব্যবসায় নেমেছিলেন মোক্তার, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Fake Passport: সমরেশ ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের একজন অন্যতম অ্যাসোসিয়েট বলেই পুলিশ সূত্রে খবর। সমরেশ ও মোক্তার একই চক্রের সদস্য হলেও মোক্তার আরও বড়মাপের চক্রী দাবি পুলিশের।
কলকাতা: পাসপোর্ট জালিয়াতির আরও তথ্য সন্ধানে মরিয়া কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলির বেশ কিছু পোষ্ট অফিস নজরে গোয়েন্দাদের। আগেই গ্রেফতার করা হয়েছিল জাল পাসপোর্ট চক্রের অন্যতম পাণ্ডা সমরেশ বিশ্বাসকে। মঙ্গলবার দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয় মোক্তার আলম নামে আর এক যুবককে। সমরেশের ঘনিষ্ঠ মোক্তার। তদন্তকারীরা মনে করছেন, মোক্তার সমরেশের থেকেও বড় খেলোয়াড়।
ইতিমধ্যেই সমরেশের চক্রের এক ব্যক্তিকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আমতা পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের।সূত্রের খবর, আমতা পোস্ট অফিসে আসা পাসপোর্ট ওই অস্থায়ী কর্মী সরাসরি তুলে দিতেন সমরেশ ও তার এজেন্টদের হাতে।
সমরেশ ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের একজন অন্যতম অ্যাসোসিয়েট বলেই পুলিশ সূত্রে খবর। সমরেশ ও মোক্তার একই চক্রের সদস্য হলেও মোক্তার আরও বড়মাপের চক্রী দাবি পুলিশের। দু’জনে একসঙ্গে কাজ করলেও মোক্তার নিজের মতও করে সমান্তরালভাবে এই জালিয়াতি কারবার চালাতেন বলেই পুলিশ সূত্রে খবর।
মোক্তারেরও এজেন্ট এবং সাব এজেন্ট রয়েছে। প্যাকেজ স্টিটেমে ভুয়ো নথি থেকে পাসপোর্ট তৈরি করার কাজ করতেন মোক্তার। অনুপ্রবেশকারীর নাম, ঠিকানা, ধর্ম সমস্ত বদলে তৈরি করে দেওয়া হত পরিচয়পত্র। বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক পারাপার করাতেন মোক্তার। এখানে থাকার ব্যবস্থা এবং অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থা করতেন। মোক্তারকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।