বামেদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম স্বাস্থ্য ভবন চত্বর, পুরসভার সামনে টানা হ্যাঁচড়া মীনাক্ষীদের

Left Agitation: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ব্যারাকপুরে পথ অবরোধও করে বামেরা।

বামেদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম স্বাস্থ্য ভবন চত্বর, পুরসভার সামনে টানা হ্যাঁচড়া মীনাক্ষীদের
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 4:00 PM

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccine) জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন বামেদের। সোমবার সল্টলেক স্বাস্থ্য ভবন, কলকাতা পুরসভাতে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। পাশাপাশি ব্যারাকপুরেও এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানো ঘিরে তুলকালাম শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন বাম কর্মী আটক হন। একই ছবি দেখা যায় কলকাতা পুরসভার সামনেও। অভিযোগ, এসএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিক্ষোভ প্রদর্শনকারীদের রীতিমত টেনে হিঁচড়ে অবস্থান থেকে তুলতে যান পুলিশ কর্মীরা।

সম্প্রতি কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে শোরগোল রাজ্যজুড়ে। সেই কাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যেমন লালবাজারের হাতে উঠে এসেছে। একইসঙ্গে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের একাধিক নেতার ছবি ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে। এসবের প্রতিবাদেই সোমবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বামেরা। সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়।

মূলত বাম শরিক দল সিপিএমের পক্ষ থেকেই এই কর্মসূচি নেওয়া হয়। এদিন বেলা ১২টা নাগাদ সিপিএম ও তাদের ছাত্র সংগঠনের তরফে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখানো শুরু হয়। পরিস্থিতি ঘোরাল হয় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে। অভিযোগ, ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতা-কর্মীরা। মুহূর্তে তা ধস্তাধস্তিতে পরিণত হয়। সেই ঘটনার জেরে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক ও এসএফআই সদস্যকে আটক করা হয় বলে অভিযোগ। তাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে কলকাতা পুরসভার সামনেও বিক্ষোভ ঘিরে তুলকালাম বাঁধে। সিপিএম, এসএফআই ও ডিওয়াইএফআই সদস্যরা প্রথমে এলিট সিনেমা হলের সামনে জমায়েত করেন। কিন্তু পুলিশ তাঁদের সেখান থেকে হঠিয়ে দেয়। এরপরই বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কলকাতা পুরসভার সদর দফতরের সামনে বসে পড়েন। অবস্থানকারীদের সরাতে গেলে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দুই পক্ষ। এরপরই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। তালিকায় ছিলেন ছাত্রনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তাঁদের লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বিন্দলের অপসারণ চেয়ে চিঠি নিয়ে জোর বিতর্ক হাইকোর্টের অন্দরে, কোণঠাসা অশোক দেব

ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদেই ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে উত্তর ২৪ পরগনা সিপিআইএম এরিয়া কমিটি ও রেড ভলেন্টিয়ারের তরফে একটি মিছিল করা হয়। মিছিল শেষ হয় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। সেখানে একটি স্মারকলিপি জমা দেন বাম কর্মী-সমর্থকরা। তার আগে ব্যারাকপুর এসএন ব্যানার্জি রোড ৩০ মিনিট অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা।