রাজ্যপালের ভাষণ দিয়েই অধিবেশন শুরু হবে বিধানসভায়, জাল ভ্যাকসিন নিয়ে আলোচনা চায় বিজেপি

West Bengal Assembly: আগামী ১০ জুলাই পর্যন্ত বিধানসভা অধিবেশন চলবে। ৮ জুলাই বিধান পরিষদ গঠনের প্রস্তাব আনা হবে বলে এ দিন জানান পার্থবাবু।

রাজ্যপালের ভাষণ দিয়েই অধিবেশন শুরু হবে বিধানসভায়, জাল ভ্যাকসিন নিয়ে আলোচনা চায় বিজেপি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 4:04 PM

কলকাতা: তাঁর সঙ্গে রাজ্য সরকারের চাপানউতোর যতই থাকুক, রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ দিয়েই শুরু হবে বিধানসভা অধিবেশন। সোমবার বিধানসভায় প্রাক-অধিবেশন সর্বদল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ৩ জুলাই দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর হবে ডেপুটি স্পিকার নির্বাচন। ৬ জুলাই রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা হবে। আগামী ১০ জুলাই পর্যন্ত বিধানসভা অধিবেশন চলবে। ৮ জুলাই বিধান পরিষদ গঠনের প্রস্তাব আনা হবে বলে এ দিন জানান পার্থবাবু। পাশাপাশি ৯ জুলাই আলোচনা হবে বাজেট নিয়ে।

সূত্রের খবর, আজকের সর্বদল বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে জাল ভ্যাকসিন নিয়ে আলোচনা চাওয়া হয় আসন্ন অধিবেশনে। যদিও তা নিয়ে আলোচনা হবে কি না, সেই বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে, রাজ্যে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। সেখান থেকে তা যাবে কেন্দ্রীয় আইন মন্ত্রকে। আইন মন্ত্রকে ছাড়পত্র পেলে লোকসভা এবং রাজ্যসভার দুই কক্ষে তা পাশ করাতে হবে। তারপর চূড়ান্ত অনুমোদনের জন্যে যাবে রাষ্ট্রপতির কাছে। সেই অনুমোদন আসলে রাজ্য চালু হবে বিধান পরিষদ। রাজ্যে ২৯৪ আসনের বিধানসভায়। বিধান পরিষদে সর্বোচ্চ আসন হবে ৯৮। তবে কখনই তা ৪০-এর নীচে হবে না।

আরও পড়ুন: বামেদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম স্বাস্থ্য ভবন চত্বর, পুরসভার সামনে টানা হ্যাঁচড়া মীনাক্ষীদের

পাশাপাশি মুকুল রায়কে পিএসি কমিটিতে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আজকের বৈঠকেও আপত্তি জানায় বিজেপি। পিএসি নিয়ে এ দিন মনোজ টিগ্গারা জানতে চেয়েছিলেন, কীভাবে মুকুল রায়ের সেখানে নাম হচ্ছে। পার্থর কথায়, “আমিও স্পিকার জানিয়েছেন যে কেউ বিধানসভার প্রস্তাবক হতে পারেন ও সমর্থক হতে পারেন। মুকুল রায় সেভাবে।” যদিও চেয়ারম্যান কে হবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারই নেবেন বলে জানান পার্থ। বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘সুপ্রিম’ নির্দেশে হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার আবেদন দাখিল মুখ্যমন্ত্রীর, মঙ্গলে শুনবে বৃহত্তর বেঞ্চ