Covid 19: দুটি ডোজ় নেওয়ার পরও দ্বিতীয়বার করোনা, আপাতত ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসকের পরিবারের তিন সদস্য
Breakthrough Infection: পাঁচ দিনের ব্যবধানে আক্রান্ত চিকিৎসকের পরিবারের পাঁচ সদস্য। তিনজনের চিকিৎসা চলছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।
কলকাতা : সংখ্যায় উদ্বেগটা সে ভাবে বোঝা যাচ্ছে না ঠিকই। তবে বিপদ যে রয়েছে তা এক চিকিৎসক পরিবারের অভিজ্ঞতাই বলে দিচ্ছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই খুদে-সহ চিকিৎসক পরিবারের ছয় সদস্য কোভিডে আক্রান্ত। ছয় সদস্যের মধ্যে তিনজন বারাসতের একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন। তাঁরা কোভিডের দুই ডোজ় নিয়েছেন অনেক আগেই। টিকাকরণ (Vaccination) সম্পূর্ণ হওয়ার মাস কয়েক পরও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক। এবার ফের থাবা বসাল করোনা।
রেডিওলজিস্ট বিবর্তন সাহা এবং মৌসুমি রায়চৌধুরী সাহার বাড়ি বারাসতে। গত শুক্রবার জ্বর আসে রেডিওলজিস্ট মৌসুমীর। ওই দিন রাতে উপসর্গ দেখা দেয় পাঁচ বছরের ছেলে শারদ্বত সাহারও। শনিবার সকালে তাঁদের দু’জনের নমুনা পরীক্ষা করানো হলে সন্ধ্যায় জানা যায় মা-ছেলে কোভিড পজিটিভ! দু’জনেই আইসোলেশনে থাকতে শুরু করেন।
এরপর শনিবারই বিবর্তন সাহার মা তন্দ্রা সাহার জ্বর আসে। সিওপিডি’র রোগী তন্দ্রা দেবীর জ্বরের পাশাপাশি গা-হাতে-পায়ে ব্যথাও ছিল। রবিবার ৬২ বছরের বৃদ্ধারও নমুনা পরীক্ষা করলে রিপোর্টে দেখা যায় তিনিও পজিটিভ। সোমবার সন্ধ্যায় তন্দ্রাদেবীকে হাসপাতালে ভর্তি করানোর মধ্যে বিপদ আরও বাড়ল। বিবর্তন এবং তাঁর সাত বছরের কন্যা সন্তান সৌহাদ্রিতারও উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার এক হাতে বাবা ও মেয়ের কোভিড পজিটিভ রিপোর্ট, অন্যদিকে স্ত্রী মৌসুমীকে ও ভর্তি করতে হয় বেসরকারি হাসপাতালে। ৭৪ বছরের বৃদ্ধ বাবার সে ভাবে কোনও উপসর্গ ছিল না। কিন্তু নমুনা পরীক্ষা করানো হলে তিনিও পজিটিভ। সেই সঙ্গে ডি-ডাইমার ৪০০০। ঝুঁকি না নিয়ে বাবাকেও একই হাসপাতালে ভর্তি করান বিবর্তন।
আপাতত তিনজনই সিসিইউয়ে চিকিৎসাধীন। স্ত্রী মৌসুমীর রেমডিসিভিরও চালু করে দিয়েছেন চিকিৎসকেরা। দুই খুদেকে বাদ দিলে পরিবারের চার সদস্যই টিকার দুটি ডোজ় নিয়েছিলেন টিকাকরণ শুরুর একেবারে গোড়ার দিকে। চিকিৎসক বিবর্তন বলছেন, জানুয়ারিতে টিকা নেওয়ার পরে জুনে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। সাড়ে তিন মাসের ব্যবধানে আবার আক্রান্ত। তাঁর বক্তব্য, টিকা নেওয়ার পরে করোনা আক্রান্ত হলেও উপসর্গ মৃদু ছিল। কিন্তু দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়ার মধ্যে একটা বিষয় স্পষ্ট, টিকা নিলেও রক্ষাকবচের মেয়াদ যে অনন্তকাল নয়, তিনি নিজে তাঁর প্রমাণ। একই সঙ্গে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-সহ কোভিডের সঙ্গে লড়াইয়ে থাকা প্রথম সারির যোদ্ধাদের যে বুস্টার ডোজ দেওয়া জরুরি, এই ঘটনা সে কথাও জানান দিচ্ছে।
এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আবারও ঝুঁকি বাড়ছে চিকিৎসক সহ কোভিড যোদ্ধাদের। তিনি আরও বলেন, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ হয়ে গিয়েছে অনেক আগেই। আর তাঁরা রোগীদের সংস্পর্শে আসছেন প্রতিনিয়ত। তাই আবারও ঝুঁকি বাড়ছে। বুস্টার ডোজ়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। ড. দলুই বলেন, ৬ মাস বা এক বছর অন্তর ডোজ় দেওয়ার পরিকল্পনা চলছে। তাঁর দাবি, আগামী বছরেই হয়ত সরকারি ভাবে চালু হয়ে যাবে বুস্টার ডোজ়।
আরও পড়ুন : Nadia Child Death: নদিয়ায় অবরোধ ফাঁসে শিশুর মৃত্যু, নিন্দার ঝড় নাগরিক সমাজে