Kolkata: ৩০ হাজারে বাবা বিক্রি করেছিল আনন্দপুরের ছোট্ট মেয়েটাকে, আদালতে তুলতেই কী নির্দেশ এল

Kolkata: চুন্নু দাস ও অলোকা সরদারের আগে বিয়ে হয়েছিল। পরবর্তীতে নীলাম কুমারী নামে এক যুবতীকে বিয়ে করেন চুন্নু। তাঁর গর্ভেই এসেছিল এই সন্তান। সূত্রের খবর, ২৩ দিন আগেই কন্যা সন্তানের জন্মের পর বাড়িতে রীতিমতো খুশির হাওয়া দেখা গিয়েছিল পরিবারে। কিন্তু, শেষে যে শিশুটির এই পরিণতি হবে তা ভাবতে পারছেন না কেউ।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 7:03 PM

কলকাতা: সৎ মায়ের সঙ্গে জোট বেঁধেই পাচারের ছকটা কষেছিল বাবা। ২৩ দিনের শিশু কন্যাকে বিক্রি করে দেওয়া হয়েছিল ৩০ হাজার টাকায়। চলতি মাসের ১২ তারিখ পুলিশে অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে পুলিশ। খাস কলকাতার আনন্দপুরে যে এ ঘটনা ঘটেছে তা বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। ঘটনায় পুলিশ পুলিশ চুন্নু, অলোকা ছাড়াও শিখা মুখোপাধ্যায়, পূর্ণিমা মণ্ডল, চৈতালি চক্রবর্তী-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে। এদিনই ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়। ধৃতদের ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এর মধ্যে চুন্নু দাস ও অলোকা সরদারের আগে বিয়ে হয়েছিল। পরবর্তীতে নীলাম কুমারী নামে এক যুবতীকে বিয়ে করেন চুন্নু। তাঁর গর্ভেই এসেছিল এই সন্তান। সূত্রের খবর, ২৩ দিন আগেই কন্যা সন্তানের জন্মের পর বাড়িতে রীতিমতো খুশির হাওয়া দেখা গিয়েছিল পরিবারে। পাড়া-প্রতিবেশীরা এসে দেখেও গিয়েছেলিনে নবজাতককে। কিন্তু, তারমধ্যেই যে নিজের বাবার হাত দিয়ে বিক্রি হয়ে যাবে একরত্তিটা তা বিশ্বাসই করতে পারছেন না এলাকার লোকজন।

দোষীদের কড়া শাস্তির দাবিও উঠেছে। আনন্দপুরের খালের ধারের লোকজন জানাচ্ছেন গত ২০ দিন ধরেই তাঁরা বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কিন্তু, বিগত কয়েকদিন থেকে আর তা শোনা না যাওয়াতেই বাড়ে সন্দেহ। শেষে পুলিশের কাছে চুন্নু দাস ও অলোকা সরদারের নামে শিশু বিক্রির অভিযোগ করেছিলেন নীলাম দেবী। তাঁর অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ। বর্তমানে ধৃতদের হেফাজতে নিয়ে এ ঘটনার গোড়ায় পৌঁছাতে চাইছে পুলিশ।