Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার পর্যন্ত কোন কোন জেলা ভিজতে চলেছে জেনে নিন
Rain Forecast: হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বর্তমানে গোরক্ষপুর থেকে পাটনা, হাজারিবাগ হয়ে বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা পরিণত হতে চলেছে নিম্নচাপে। ফলে বাংলার পাশাপাশি বৃষ্টিতে ভিজতে চলেছে ওড়িশাও। এমনই খবর হওয়া অফিস সূত্রে। দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণববঙ্গে মোটের উপর একই ছবি দেখা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সব জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তবে ৮ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমলে ধীরে ধীরে তাপমাত্রা ফের বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে আগামী দু’দিনে উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। তবে ৪৮ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও।
অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বর্তমানে গোরক্ষপুর থেকে পটনা, হাজারিবাগ হয়ে বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাঁর সঙ্গে ঘূর্ণাবর্ত-নিম্নচাপের কারণে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আগামী ৭ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। এদিন দিনভর শহর কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।