বড়বাজারে অগ্নিকাণ্ড! প্লাস্টিকের গুদাম থেকে গলগলিয়ে বেরচ্ছে কালো ধোঁয়া

Fire: দমকল ও বড়বাজার থানার পুলিশ সূত্রে খবর, বড়বাজারের অত্যন্ত ঘিঞ্জি এলাকার এই বহুতলের একতলাতেই প্লাস্টিকের গুদাম। সেখানে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্লাস্টিকের মতো বর্জ্যপদার্থে ওই গুদাম ভর্তি থাকায় আগুন কতটা ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়।

বড়বাজারে অগ্নিকাণ্ড! প্লাস্টিকের গুদাম থেকে গলগলিয়ে বেরচ্ছে কালো ধোঁয়া
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 10:02 PM

কলকাতা: বড়বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, বড়বাজার থানার ১৯ নম্বর আমলাটোলা স্ট্রিটের একটি বহুতলের একতলায় প্লাস্টিকের গুদামে আগুন লাগে। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। আগুন (Fire Accident) নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে বলে খবর দমকল সূত্রে।

দমকল ও বড়বাজার থানার পুলিশ সূত্রে খবর, বড়বাজারের অত্যন্ত ঘিঞ্জি এলাকার এই বহুতলের একতলাতেই প্লাস্টিকের গুদাম। সেখানে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্লাস্টিকের মতো বর্জ্যপদার্থে ওই গুদাম ভর্তি থাকায় আগুন কতটা ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়। কালো ধোঁয়ায় ভরেছে চারিদিক। বিষাক্ত ধোঁয়ার জেরে গুদামের ভেতরে প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা। তাই বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওই বহুতলের ভেতর থেকে সকলকে বের করে আনা হয়েছে। বন্ধ গুদামে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রায় দুইঘণ্টার ম্যারাথন প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বড়বাজারে অগ্নিকাণ্ড এই প্রথম নয়। চলতি বছরেই জুন মাসে বড়বাজারের নেতাজি সুভাষ রোডে প্লাস্টিকের গুদামে আগুন লাগে। তত্‍ক্ষণাত্‍ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। বড়বাজারের বনফিল্ড লেনের ওই বহুতলে ছিল রাখির গোডাউন। আশেপাশে প্রচুর প্লাস্টিক কেমিক্যালের দোকানও। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের প্রায় তিনঘণ্টার প্রচেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। আরও পড়ুন: ফিরহাদের ছবি দিয়ে ‘তোলাবাজি’! জাতীয় সড়কে ‘বালি মাফিয়াদের’ ভুয়ো পুলিশ ক্যাম্প