নারকেলডাঙার গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন
সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই আগুন লাগে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ৬ টি ইঞ্জিন।
কলকাতা: ফেল অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা শহর কলকাতায় (Kolkata)। আগুন লাগল নারকেলডাঙা এলাকার একটি গেঞ্জি কারখানায়। সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই আগুন লাগে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ৭ টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও অগ্নিকাণ্ডের জেরে একজন আহত হয়েছেন বলে খবর।
সূত্রের খবর, ১০৭ নম্বর নর্থ নারকেলডাঙা রোডে এ দিন একটি হোশিয়ারি কারখানায় আগুন লাগে। দমকলের ৬ টি ইঞ্জিকে ঘটনাস্থলে পাঠানো হয় আগুনের ভয়াবহতা দেখে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ফলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে চারদিক থেকে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। সূত্রের খবর, ইতিমধ্যেই আগুনকে বেশ কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আনা গিয়েছে।
গেঞ্জি কারখানায় আগুনের ফলে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও কারখানার সব কর্মীরা অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশি ছড়িয়ে পড়ার আগেই আগুনকে আয়ত্ত্বে আনা সম্ভয় হয়েছে। তবে আগুনের জেরে একজন আহত হন।
আরও পড়ুন: হু হু করে বাড়ছে সংক্রমণ, এক-দু’দিনের মধ্যেই কি লকডাউন?
এই নিয়ে বিগত এক মাসের মধ্যেই পরপর বেশ কয়েকটি আগুব লাগার ঘটনা ঘটল শহর কলকাতায়। মার্চ মাসের গোড়ার দিকেই স্ট্র্যান্ড রোডে রেলের ভবনে আগুন লাগে। সেই ঘটনায় দমকলের বেশ কয়েকজন কর্মী-সহ পুলিশের এসআই এবং রেল আধিকারিকদেরও মৃত্যু হয়। তার কয়েকদিনের মধ্যেই এলগিন রোডের একটি বহুতলে আগুন লাগে। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে শহরজুড়ে একের পর অগ্নিকাণ্ডের জেরে শঙ্কায় শহরবাসী।
আরও পড়ুন: তৃণমূলের একঝাঁক ‘গুপ্তচর’ বিজেপিতে, পুরোটাই পিকে-র ‘গেম প্ল্যান’! কান্তির বিস্ফোরক দাবি