সংক্রমণের বহর! হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর

রাজ্যে করোনার উর্ধ্বমুখী গ্রাফচিত্র (West Bengal Corona Update)। রাজ্যের সব হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

সংক্রমণের বহর! হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 5:49 PM

কলকাতা: রাজ্যে করোনার উর্ধ্বমুখী গ্রাফচিত্র (West Bengal Corona Update)। রাজ্যের সব হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। চার দফার নির্দেশ পাঠানো হয়েছে।

পাশাপাশি কোভিড হাসপাতালগুলিতে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আরও বেশ কয়েকটি বিষয় দেখে নিতে বলা হয়েছে…

১. অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি আছে কিনা তা দেখতে হবে। ২. পিপিই, মাস্ক-সহ সুরক্ষা সরঞ্জামে যেন ঘাটতি না থাকে। ৩. অনর্থ জরুরি পরিষেবা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ৪. কোভিড চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ঠিক আছে কিনা, তা দেখে নিতে হবে।

রাজ্যের মধ্যে সংক্রমণের শীর্ষে এখন কলকাতা। ১৭ থেকে ১৯ মার্চের মধ্যে কলকাতায় মোট নতুন কেসের সংখ্যা ২৯৮। তার মধ্যে ফুলবাগানে ২৩, বালিগঞ্জে ২৫, ভবানীপুরে ২১, বেহালা-পর্ণশ্রী মিলিয়ে ৩৭। পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা। .৭ শতাংশ থেকে পজিটিভ রেট ২.৭৫ শতাংশ হয়েছে।

সোমবার স্বাস্থ্য দফতরের তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুরুলিয়ার মানবাজার থেকে ৪৮টি নমুনার মধ্যে ৪৭ জনই পজিটিভ।

ভোট আবহে রাজ্যে করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিকর্তারা আগে থেকেই সতর্ক করছিলেন। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য। মানবাজারে ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি পজিটিভ। একইরকমভাবে পুঞ্চাতেও গৃহীত নমুনার মধ্যে অধিকাংশই পজিটিভ।

আরও পড়ুন: বাংলায় সংক্রমণের শীর্ষে কলকাতা! শহরের কোথায় কোথায় সবচেয়ে বেশি বিপদ? দেখে নিয়ে এড়িয়ে চলুন জায়গাগুলি

স্বাস্থ্য অধিকর্তাদের অনেকেই মনে করছেন, রাজনৈতিক সমাবেশগুলিতে জমায়েত, মিটিং মিছিলে মানা হচ্ছে না কোনও বিধি। শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, মাস্কও পরছেন না কেউ, তাতেই হু হু করে বাড়ছে সংক্রমণ। সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে স্বাস্থ্য় বিধি মানার অনুরোধ করছেন স্বাস্থ্য কর্তারা।