কয়লা পাচার কাণ্ডে অভিযোগ খারিজ করতে চেয়ে হাইকোর্টে বিনয়

কয়লা পাচার মামলায় সিবিআইয়ের (CBI) প্রথম এফআইআর-এ নাম ছিল না বিনয়ের (Binay Mishra)। পরবর্তী সময়ে বেআইনি কয়লা পাচারের টাকা বিনয় মিশ্রর মাধ্যমেই প্রভাবশালীদের কাছে গিয়েছিল বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লা পাচার কাণ্ডে অভিযোগ খারিজ করতে চেয়ে হাইকোর্টে বিনয়
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 5:39 PM

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) সমস্ত অভিযোগ খারিজের আর্জি নিয়ে এ বার হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হল এই মামলার অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র (Binay Mishra)। সূত্রের খবর, আজ বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেলবেঞ্চে ওঠে এই মামলা। আগামী ৩১ মার্চ মামলাটির শুনানির দিন ধার্য করেছে আদালত।

কয়লা পাচার মামলায় সিবিআইয়ের (CBI) প্রথম এফআইআর-এ নাম ছিল না বিনয়ের। পরবর্তী সময়ে বেআইনি কয়লা পাচারের টাকা বিনয় মিশ্রর মাধ্যমেই প্রভাবশালীদের কাছে গিয়েছিল বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করতে নোটিশ দিয়েছে ইডি। একাধিকবার সমন পাঠানোর পরও এই যুব তৃণমূল নেতা হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।

দিনকয়েক আগেই পলাতক বিনয়কে খুঁজতে নেমে তাঁর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি। জেরা করে জানা যায়, গত ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় EK571 নম্বর বিমান ধরে দেশ ছেড়ে পালায় বিনয়। কলকাতা থেকে সোজা দুবাই উড়ে যায় সে। যদিও বর্তমানে বিনয় কোন দেশে গা ঢাকা দিয়ে রয়েছে তা জানা যায়নি। তবে আদালতে নিয়মিত যাতায়াত থাকছে বিনয়ের আইনজীবীর।

আরও পড়ুন: ‘আমাকে ওরা নর্দমায় ফেলে খুন করতে চেয়েছিল’, আবার কোন ষড়যন্ত্রের কথা বললেন মমতা?

কলয়া পাচার মামলার টাকা কোথায় যেত তা জানতে চেয়ে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। যুব তৃণমূল সভাপতির শ্যালিকা মেনকা গম্ভীর-সহ তাঁর স্বামী ও শ্বশুরকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। সিবিআই সূত্রে খবর, লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকেও নজর রাখা হচ্ছে। কয়লা পাচারের যাবতীয় টাকা সেখানেই পাচার হত বলে অনুমান তদন্তকারীদের।

আরও পড়ুন: চূড়ান্ত কড়াকড়ি কমিশনের, ভোটের ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ বাইক মিছিল