100 Days Work Scam: সল্টলেক সেক্টর-১-এ ইডি, ধনিয়াখালির প্রাক্তন BDO-র ফ্ল্যাটে গোয়েন্দারা
ED Raid in 100 Days Work Scam: সল্টলেক সেক্টর-ওয়ানের ইবি ব্লকের একটি আবাসনের ফ্ল্যাটেও চলছে তল্লাশি অভিযান। ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে তল্লাশি। সূত্রের খবর, এই ফ্ল্যাটে থাকেন এস পান নামের এক ব্যক্তি। যিনি হুগলির ধনিয়াখালির বিডিও ছিলেন।
গয়া দন্ডপাট, অরিত্র ঘোষ, কৌশিক ঘোষ
লোকসভা ভোটের মুখে একশো দিনের কাজের তদন্তে ইডি। ১.৭৯ কোটি টাকার তদন্তে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। চুঁচুড়া, ঝাড়গ্রাম, বহরমপুর এমনকী কলকাতার সল্টলেকেও চলছে তল্লাশি। ধনেখালি ও বেলডাঙায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে খবর।
সর্বশেষ তথ্য উপরে
- প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, কেন্দ্রীয় সরকারি প্রকল্প মনরেগা ( MGNREGA) স্কিমের টাকা ভুয়ো জব কার্ড বানিয়ে দুর্নীতি হয়েছে। ইডি সূত্রে খবর, ১০০ দিনের কাজ করেননি, এমন অনেক প্রাপকের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা সরানো হয়েছে। জানা যাচ্ছে, সঞ্চয়ন পান এই মুহূর্তে বাড়িতে নেই। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন গোয়েন্দারা।
- সল্টলেক সেক্টর-ওয়ানের ইবি ব্লকের একটি আবাসনের ফ্ল্যাটেও চলছে তল্লাশি অভিযান। ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে তল্লাশি। সূত্রের খবর, এই ফ্ল্যাটে থাকেন সঞ্চয়ন পান নামের এক ব্যক্তি। যিনি হুগলির ধনিয়াখালির বিডিও ছিলেন। ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে যে এফআইআর হয়েছিল তার উপরে ভিত্তিতে করে ECIR দায়ের করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই দুর্নীতিতে বেশ কিছু সরকারি অফিসারদের যোগ থাকার অভিযোগ পেয়েছেন গোয়েন্দারা।
- মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। রথীন দে নামে ওই পঞ্চায়েত কর্মীর বাড়িতে উপস্থিত হয়েছেন গোয়েন্দারা।জানা গিয়েছে, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন এই রথীন। দুর্নীতির কারণে চাকরি খুইয়েছিলেন। একাধিকবার বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কেন্দ্রীয় আধিকারিকরা এই রথীনের বাড়িতে গিয়েছিলেন বলে খবর। আজ একটি নোটিস দেখানোর পর শুরু হয় তল্লাশি অভিযান।
- তবে চুঁচুড়ায় পৌঁছতে আবার বিভ্রাটের মুখে পড়েন গোয়েন্দারা। কার্যত একটি ভুল বাড়িতে চলে যান ইডির আধিকারিকরা। নাম বিভ্রাটে এমন ঘটনা বলেই জানা গিয়েছে।
- মঙ্গলবার সকাল হতে না হতেই ঝাড়গ্রামে পৌঁছয় ইডির একটি দল। বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে অভিযান চালান তাঁরা। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। নাম শুভ্রাংশু মণ্ডল। সূত্রের খবর, ১০০ দিনের কাজে MGNREGA প্রকল্পের শংসাপত্রে কারচুপির তদন্তে এসেছে ইডি।