BJP Election Committee: ভোটের ২০ সদস্যর কমিটিতে মিঠুনকে রাখল না বিজেপি, শুভেন্দু বললেন…

Mithun Chakrabarty: এক সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। পরে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বিজেপির সঙ্গে তাঁর পথচলা শুরু হয় আনুষ্ঠানিকভাবে। একুশের ভোটে কলকাতা থেকে জেলা, সর্বত্র বিজেপির প্রচারের মুখ হয়ে উঠেছিলেন মিঠুন।

BJP Election Committee: ভোটের ২০ সদস্যর কমিটিতে মিঠুনকে রাখল না বিজেপি, শুভেন্দু বললেন...
শুভেন্দু অধিকারী ও মিঠুন চক্রবর্তী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 12:13 PM

কলকাতা: সম্প্রতি বঙ্গ বিজেপি তাদের নির্বাচনী কমিটি ঘোষণা করেছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা, জন বার্লা, নাম রয়েছে সকলের। তবে তালিকায় কোথাও নাম নেই মিঠুন চক্রবর্তীর। এমনকী বিশেষ আমন্ত্রিতের তালিকাতেও ঠাঁই হয়নি ‘মহাগুরু’র। এ নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা। সোমবার এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তবে এ নিয়ে তিনি কোনও কথা বলতে চাননি। বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।”

এখন শুধু লোকসভা ভোটের দিন ঘোষণার অপেক্ষা। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাংলায় জন্য বিজেপি, কংগ্রেস তাদের নির্বাচনী কমিটিও ঘোষণা করে ফেলেছে। ভোটের ময়দানে বাজিমাত করতে কোনও খামতি রাখতে চাইছে না দলগুলি। রবিবারই বিজেপি তাদের ভোট-কমিটি ঘোষণা করে।

সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ছাড়াও নাম রয়েছে সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, ফাল্গুনী পাত্রের নাম আছে সেখানে। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে আছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য ও আশা লাকড়া রয়েছেন কমিটিতে। তবে নাম নেই মিঠুনের।

এক সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। পরে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বিজেপির সঙ্গে তাঁর পথচলা শুরু হয় আনুষ্ঠানিকভাবে। একুশের ভোটে কলকাতা থেকে জেলা, সর্বত্র বিজেপির প্রচারের মুখ হয়ে উঠেছিলেন মিঠুন। ভোটপ্রচারে গিয়ে তাঁর একের পর এক হিট সিনেমার সংলাপে মাতিয়েছিলেন প্রচার মঞ্চ। এরপর বিজেপির রাজ্য কোর কমিটিতেও রাখা হয় তাঁকে। কিন্তু ২০২৪-এর হাইভোল্টেজ ‘ম্যাচ’-এর জন্য বঙ্গ বিজেপির যে কমিটিতে, সেখানে নাম নেই তাঁর।