Weather Update: বিশ্বকর্মা-গণেশ আসতেই বাংলার আকাশে বাড়ছে মেঘের অনুপ্রবেশ, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Weather Update: বর্তমানে মৌসুমী অক্ষরেখা জয়সলমীর এরপর মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়ে জামশেদপুর ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আবার একটি নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের উপর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সেটি গুজরাটের দিকে এগোতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন।
কলকাতা: বিশ্বকর্মা ও গণেশ পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগেই সে কথা জানিয়েছিল হাওয়া অফিস। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এরইমধ্যে বঙ্গোপসাগরে আবার তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। শীঘ্রই সেই ঘূর্ণাবর্তা শক্তি বাড়ি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে মনে করছেন আবহাওয়াবিদরা।
মৌসব ভবন বলছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা সবথেকে বেশি। অন্ধ্রপ্রদেশ, ওড়িশার উপকূলেই সবথেকে বেশি পড়তে পারে প্রভাব। আংশিক প্রভাব থাকবে বাংলাতেও। তবে আগামী ৪৮ ঘণ্টায় গোটা বাংলাতেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে খবর। একইসঙ্গে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা জয়সলমীর এরপর মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়ে জামশেদপুর ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আবার একটি নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের উপর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সেটি গুজরাটের দিকে এগোতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। সোমবার কলকাতার আকাশ মোটের উপর মেঘলা থাকবে। তবে রোদের দেখাও মিলবে কিছু সময়। এদিন সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস।