Vice Chancellor: সংঘাতের আবহেই রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ রাজভবনের, দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতিকে

RBU: অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হল। এর পাশাপাশি রাজ্যপাল একটি 'পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন' কমিটিও গঠন করেছেন। সেই কমিটিরও চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে।

Vice Chancellor: সংঘাতের আবহেই রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ রাজভবনের, দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতিকে
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়Image Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 11:12 PM

কলকাতা: উপাচার্য নিয়োগ ঘিরে জটের মধ্যেই এবার বড় পদক্ষেপ রাজভবনের। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হল। এর পাশাপাশি রাজ্যপাল একটি ‘পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন’ কমিটিও গঠন করেছেন। সেই কমিটিরও চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে।

তিনি অতীতে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। পরবর্তীকে কর্নাটক হাইকোর্টে চলে যান। উল্লেখ্য, অবসর নেওয়ার পরবর্তী সময়ে শিক্ষাক্ষেত্রের দায়িত্ব এর আগেও পালন করেছেন তিনি। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁকে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটির চেয়ারম্যান পদে বসিয়েছিলেন। আর এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন তিনি। যে কমিটিটি রাজ্যপাল গঠন করেছেন, সেই কমিটির অন্যতম প্রধান কাজ হল শিক্ষাঙ্গনের ভিতরে সংহতির উপর নজর রাখা।

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন তিনি। এর পাশাপাশি ইতিহাসেও স্নাতকোত্তর করেছেন। আইনজ্ঞ হিসেবে পারিবারিক ইতিহাসও রয়েছে তাঁর। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় হলেন তাঁর পরিবারের ষষ্ঠ প্রজন্মের আইনজীবী।

প্রসঙ্গত, রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের কোনওটিতেই স্থায়ী উপাচার্য না থাকা নিয়ে কিছুদিন আগেই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বসেছিলেন শিক্ষাবিদদের একাংশ। সেখানে ওমপ্রকাশ মিশ্র থেকে শুরু করে গৌতম পাল-সহ আরও অনেক শিক্ষাবিদ উপস্থিত ছিলেন, যাঁরা কোনও না কোনও সময়ে কোনও না কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব সামলেছেন।

রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস সম্প্রতি যে ১৩ জনকে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মের দেখভালের দায়িত্ব দিয়েছিলেন, তা নিয়েই মূলত আপত্তি ছিল ওমপ্রকাশদের। তাঁদের বক্তব্য ছিল, যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা কেউই আসলে উপাচার্য নন, তাঁরা অধ্যাপক। তাঁরা আসলে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চালিয়ে দিচ্ছেন। এমন অবস্থায় রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়েই যে স্থায়ী উপাচার্য নেই, এবং তার ফলে যে এক অচলাবস্থা তৈরি হচ্ছে, সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন তাঁরা।

৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?