Panchayat Elections 2023: জেলে জীবন, পঞ্চায়েতে তৃণমূল থেকে মুখ ফেরাবে বড়ঞা? বিধায়ককে ‘হারিয়ে’ কী বলছে এলাকাবাসী

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের আবহে কেমন আছে বিধায়ক জীবনকৃষ্ণের গ্রাম? শাসকদলকে নিয়ে কী ভাবছেন এলাকার বাসিন্দারা? মুখ ফেরাবেন নাকি ভরসা রাখবেন তৃণমূলে?

Panchayat Elections 2023: জেলে জীবন, পঞ্চায়েতে তৃণমূল থেকে মুখ ফেরাবে বড়ঞা? বিধায়ককে ‘হারিয়ে’ কী বলছে এলাকাবাসী
কী বলছেন জীবনকৃষ্ণের এলাকার লোকজন? গ্রাফিক্স- অভীক দেবনাথImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 8:20 AM

বড়ঞা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জড়িয়েছে নাম। সিবিআইয়ের (CBI) হাতে হয়েছেন গ্রেফতার। প্রাথমিক তদন্তে তদন্তকারীরা মনে করছেন, তিন হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর কাছ থেকে মাথা পিছু ৬-১৫ লক্ষ টাকা করে নিয়েছিলেন। হয়েছে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি। নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বর্তমানে জেলেই দিন কাটছে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। কিন্তু, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে কেমন আছে তাঁর গ্রাম? শাসকদলকে নিয়ে কী ভাবছেন এলাকার বাসিন্দারা? মুখ ফেরাবেন নাকি ভরসা রাখবেন তৃণমূলে? 

স্থানীয় বাসিন্দা সতীশচন্দ্র পাল বলছেন, “ওঁর গ্রেফতারির ছাপ তো অবশ্যই পঞ্চায়েত ভোটে পড়বে। আমরা তো বিধায়কের উপর ভরসা রাখতে পারছি না।” খানিক একই সুর এলাকার আর এক বাসিন্দা নজরুল হকের গলায়। খানিক রেগে গিয়েই তিনি বললেন, “একটা চোরের বিরুদ্ধে যা হওয়ার তাই হবে। সেই রকমই প্রভাব পড়বে ভোটে। ও যে এলাকার কোনও কাজ করত তা আমার কোনওদিন চোখে পড়েনি।”

স্থানীয় বাসিন্দা প্রাণ কৃষ্ণ দাস বলছেন, “উনি না থাকার জন্য এই এলাকায় তৃণমূল পুরোপুরি ছত্রভঙ্গ। ওরা যেথানেই যাচ্ছে সেখান থেকেই চোর চোর স্লোগান উঠছে। ওই ঘটনার পর থেকে এলাকায় একটা চাপা উত্তেজনা আছে। এই চোর চোর স্লোগানটা তৃণমূলের পক্ষে খুবই বিপজ্জনক। তাই পরিবর্তনের একটা হাওয়া তো রয়েছে এখানে।”

যদিও বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি রবিন ঘোষ অবশ্য বলছেন কোনও ‘ড্যামেজ’ হবে না। স্পষ্ট ভাষায় বললেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের একটা দুটো বিধায়ক কোনও কারণে সিবিআই হেফাজতে আছে। তার জন্য আমাদের এখানে যে ভোটের ফলে বিরাট প্রভাব পড়বে এমনটা নয়।” তবে কটাক্ষ করতে ছাড়েনি বামেরা। এলাকার সিপিএম নেতা সৈয়দ জহর আলী বলছেন, “উনি নিজেই ভুল পথে পরিচালিত। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে এখানকার তৃণমূল কর্মীদের কী অবস্থা। ওরা সব দিশাহারা এখন।”