Fraud Case: মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব, প্রলোভন দেখিয়েই চলত প্রতারণা, নিউ টাউনে গ্রেফতার ২৪

Fraud Case: অভিযোগ, যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই কল সেন্টারগুলো থেকে প্রতারণার জালে ফাঁসানো হত রাজ্য এবং ভিন রাজ্যের বাসিন্দাদের।

Fraud Case: মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব, প্রলোভন দেখিয়েই চলত প্রতারণা, নিউ টাউনে গ্রেফতার ২৪
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2022 | 6:16 PM

নিউ টাউন : ব্যাংকিং ও নন ব্যাংকিং সেক্টরের লোন পাইয়ে দেওয়া এবং ভারতী এয়ারটেল সংস্থার টাওয়ার বসানোর নামে প্রতারণা অভিযোগে ১১ মহিলা সহ মোট ২৪ জনকে গ্রেফতার করল ইকো পার্ক থানার পুলিশ।

বিধান নগর গোয়েন্দা সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে এই সংক্রান্ত অভিযোগ আসছিল। নিউ টাউনের পিএস কিউব বিল্ডিং-এর নবম তলে মেনস্টার সলিউশন আই এম এফ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মোবাইল টাওয়ার ও ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টর থেকে লোন পাইয়ে দেওয়ার নামে কল সেন্টারের আড়ালে  প্রতারণা চক্র চালানো হত বলে অভিযোগ ওঠে। সেখানেই তল্লাশি চালিয়েই প্রতারণা চক্র ফাঁস করে পুলিশ।

অভিযোগ, যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই কল সেন্টারগুলো থেকে প্রতারণার জালে ফাঁসানো হত রাজ্য এবং ভিন রাজ্যের বাসিন্দাদের। নিউ টাউনে এই অফিস ভাড়া করে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই। সেখান থেকে ফোন করে টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হত। তাতে রাজি হলে না না রকম অনুমতি চাওয়া হত। ছলে-বলে বিভিন্নভাবে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত।

এছাড়া ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হত বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার নিউটাউনের পিএস কিউবে হানা দেয় বিধান নগর গোয়েন্দা শাখা এবং ইকোপার্ক থানার পুলিশ। সেখান থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয়ে নথি, মোবাইল ফোন, আটেনডেন্স রেজিস্টার রাউটার চেকবুক সহ বেশ কিছু নথি। ধৃত ২৪ জনকে বারাসাত আদালতে পেশ করা হবে তাদের বিরুদ্ধে, প্রতারণা জাল নথি , ষড়যন্ত্র, টেলিগ্রাফ অ্যাক্ট ও বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।