Kolkata Road: ইএম বাইপাস থেকে ডায়মন্ড হারবার রোড, কোথাও উঠেছে পিচ, কোথাও বড় গর্ত, কলকাতার রাস্তার হাল বদলাবে কবে?
Kolkata Road: সায়েন্স সিটি থেকে যে রাস্তা রুবির দিকে চলে যাচ্ছে সেখানে গেলে দেখা যাচ্ছে একাধিক জায়গায় রয়েছে খানাখন্দ। কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে একেবারে ভিতরের পাথর বেরিয়ে গিয়েছে।
কলকাতা: উত্তর থেকে দক্ষিণ, ঝুঁকি নিয়ে তিলোত্তমার রাস্তায় (Kolkata Road) নামছেন কলকাতাবাসী। চলছে ঝুঁকির পথচলা। খানাখন্দে ভরে গিয়েছে ইএম বাইপাসের মতো ব্যস্ততম রাস্তাও। যে রাস্তা শহরকে গতি দেওয়ার জন্য তৈরি হয়েছে সেই রাস্তায় চলতে এখন বেশি ব্রেকেই পা দিতে হচ্ছে। মাঝেমাঝে পিচের আস্তরণ দেওয়া হয় বটে, কিন্তু স্থায়ী সমাধান কিছুতেই বের হয় না।
সায়েন্স সিটি থেকে যে রাস্তা রুবির দিকে চলে যাচ্ছে সেখানে গেলে দেখা যাচ্ছে একাধিক জায়গায় রয়েছে খানাখন্দ। কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে একেবারে ভিতরের পাথর বেরিয়ে গিয়েছে। তবে শুধুই কী বাইপাস? বাইপাস সংলগ্ন সার্ভিস রোডের অবস্থাও অত্যন্ত থারাপ। পিচ উঠে গিয়ে বহু জায়গায় তৈরি হয়েছে গর্ত। এই সব রাস্তা দিয়েই প্রাণে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ। বাইপাসের যে জায়গা থেকে মা উড়ালপুল উঠছে সে জায়গাটিরও অবস্থা বেশ খারাপ। বড় বড় গর্তে জমেছে জল। এমনকী বৃষ্টি একটু বাড়লেই আরও খারাপ হয়ে যাচ্ছে রাস্তার অবস্থা। দিকে দিকে উঠে যাচ্ছে পিচের আস্তরণ। তৈরি হচ্ছে আরও গর্ত।
একই ছবি হরিদেবপুরে। হরিদেবপুরে ডায়মন্ড হারবার রোডের অবস্থাও বেহাল। টালিগঞ্জ থেকে এই রাস্তার অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। বিভিন্ন কাজের জন্য রাস্তা কাটা হয়েছে। কিন্তু, তারপর আর হয়নি মেরামতি। কিন্তু, এই রাস্তার উপর দিয়েই চলছে যান চলাচল। এক পথচারী বলছেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ। ট্র্য়াফিক জ্যামে যন্ত্রণা খুবই বাড়ছে। দেড় দু-মাস তো হয়ে গেল রাস্তাটা এভাবেই পড়ে রয়েছে। পাইপ লাইনের কাজ হয়েছিল। তারপর থেকে রাস্তাটা এভাবেই পড়ে রয়েছে। বৃষ্টিতে আরও বেড়েছে যন্ত্রণা।”