জমা পড়েনি স্কুল-ফি, ৫০০ ছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বাদ দিল জি.ডি বিড়লা

অভিভাবকদের অভিযোগ, এরপর বিভিন্ন নম্বর থেকে ফোন করে স্কুলে বাড়তি টাকা জমা দেওয়ার চাপ দেওয়া হচ্ছে। ক্লাস থেকে 'ব্রাত্য' ওই ৫০০ ছাত্রীকে অবিলম্বে ক্লাসে না ফেরালে আইনি লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন অভিভাবকরা।

জমা পড়েনি স্কুল-ফি, ৫০০ ছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বাদ দিল জি.ডি বিড়লা
৫০০ ছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বাদ দিল জি.ডি বিড়লা
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 8:19 PM

কলকাতা: স্কুল-ফি বাকি বাকি থাকার কারণে অনলাইন ক্লাস থেকে বাদ দেওয়া হল জি.ডি বিড়লা (GD Birla) স্কুলের ৫০০ ছাত্রীকে। অভিভাবকদের অভিযোগ, এরপর বিভিন্ন নম্বর থেকে ফোন করে স্কুলে বাড়তি টাকা জমা দেওয়ার চাপ দেওয়া হচ্ছে। ক্লাস থেকে ‘ব্রাত্য’ ওই ৫০০ ছাত্রীকে অবিলম্বে ক্লাসে না ফেরালে আইনি লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন অভিভাবকরা।

অতিমারির কারণে স্কুল বন্ধ ৯ মাস। অনলাইনে ক্লাস চলছে। তার মধ্যেই জি.ডি বিড়লা কর্তৃপক্ষের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিভাবকরা। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এরই মাঝে সুপ্রিম কোর্ট রায় দেয়, অতিমারির কারণে শুধুমাত্র টিউশন ফি ছাড়া অন্য কোনও ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। ফি-তে ছাড়ও দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু তারপরও জি.ডি বিড়লা কর্তৃপক্ষ বাড়তি ফি দিতে বাধ্য করছে বলে অভিযোগ অভিভাবকদের। তার মধ্যেই টাকা জমা পড়েনি, এই ‘অজুহাতে’ ডিসেম্বর মাসে প্রায় ৫০০ ছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়া হয়। অভিযোগ এমনটাই।

অভিভাবক সামিমারা বেগম বলেন, ‘আমার দুই মেয়ে। ক্লাস এইটে পড়ে বড় মেয়ে। গত সপ্তাহে স্কুল থেকে ফোন করে টাকা জমা দিতে বলে। অথচ আমি এই কোয়ার্টারে বাড়তি টাকা জমা দিয়ে রেখেছি। তা সত্ত্বেও ওকে আমি সবকটা ক্লাস থেকে বের করে দেওয়া হল। ছোট মেয়ে ক্লাস করছে, বড় মেয়ে মনমরা হয়ে বসে আছে। বাচ্চাগুলোর কথা এতটুকু ভাবে না।’ আরেকজন অভিভাবক দীপক জয়সোয়াল বলেন, ‘টাকা জমা দেওয়ার পরও স্কুল থেকে ফোন করে ১৫ হাজার টাকা জমা দিতে বলা হয়। প্রশ্ন করলে কোনও উত্তর না দিয়ে বলে, টাকা জমা না দিলে ক্লাস বন্ধ হয়ে যাবে।’

আরও পড়ুন: ‘মমতা কাল মারা গেলে কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে’, বিস্ফোরক মুকুল 

যদিও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের এই অভিযোগ মানতে নারাজ। স্কুলের তরফে মুখপাত্র বলেন, ‘ভুল বোঝাবুঝি হচ্ছে। এরকম অভিযোগ ঠিক নয়।’ প্রতিবাদে এদিন স্কুলের সামনে থেকে মিছিল করেন অভিভাবকরা। তাঁদের দাবি, বাচ্চাদের ক্লাসে ফেরাতে হবে অবিলম্বে। না হলে ফের আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

আরও পড়ুন: মমতার পাশে থাকার বার্তা দুই যুযুধানের, বিমল সিলেবাসের বাইরে, কটাক্ষ বিনয়ের