Gold Theft: ক্রেতাদের সোনার টিপ দেখাতে নীচু হয়েছিলেন দোকানের মালিক, মাথা তুলেই যা দেখলেন…

Gold Theft: ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

Gold Theft: ক্রেতাদের সোনার টিপ দেখাতে নীচু হয়েছিলেন দোকানের মালিক, মাথা তুলেই যা দেখলেন...
এই সেই সোনার দোকান
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 1:47 PM

কলকাসতা : দিনের আলোয় শহরের বুকে দুঃসাহসিক চুরির ঘটনা (Theft Case)। সোনা কেনার নাম করে ব্যবসায়ীকে বিভ্রান্ত করে সোনা ও টাকা নিয়ে চম্পট দিলেন দুই দৃষ্কৃতী। দমদম পুরসভা এলাকার ঘটনা। ব্যবসায়ীর অভিযোগ, গ্রাহক সেজে দিনে দুপুরে সোনার দোকান থেকে সোনার অলঙ্কার সহ নগদ টাকা লুঠ করে বাইকে চেপে চম্পট দেন দুই দুষ্কৃতী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দমদম (Dumdum) থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে। দোকানের মালিক জানিয়েছেন, তাঁর একটি ব্যাগে ৮০ থেকে ৯০ গ্রাম সোনা ও প্রায় ৭০ হাজার টাকা ছিল। সেই ব্যাগ নিয়েই পালিয়ে যান দুজন। দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১ টা ৩৬ মিনিট নাগাদ দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন নলতা পাঠক পাড়ায় একটি সোনার দোকানে যান দুই দুষ্কৃতী। বাইকে চেপে গ্রাহক সেজে দোকানে ঢোকেন তাঁরা। প্রথমে একটি সোনার রিং দেখতে চান তাঁরা। সেটি দেখানোর পর তাঁরা একটি পাথর কিনতে চান। পাথরটি কেনার পর ব্যবসায়ীকে বলেন, তাঁদের বাড়িতে পুজো আছে, তাঁরা সোনার টুকরো কিনতে চান। ব্যবসায়ী জানান, তাঁর কাছে সোনার টিপ আছে। সোনার টিপ বের করার জন্য নীচের দিকে ঝোঁকেন ওই ব্যক্তি। তখনই ঘটে যায় ঘটনাটি। মাথা তুলে দেখেন, তাঁর ব্যাগটি নেই।

দোকানের ড্রয়ারে থাকা একটি ব্যাগ লুঠ করে চম্পট দেন বলে অভিযোগ ওই দুজনের বিরুদ্ধে। ব্যবসায়ী জানিয়েছেন, তিনি ওই সময়েই দোকান বন্ধ করেন। কিন্তু দুই ক্রেতা আসায় জিনিসপত্র বের করে দেখাচ্ছিলেন তাঁদের।