Governor C V Ananda Bose: শ্লীলতাহানি বিতর্কের মধ্যেই ভোরের বিমানে দিল্লি গেলেন রাজ্যপাল, সঙ্গে ছিলেন আগাম জামিনে মুক্ত OSD-ও
Governor C V Ananda Bose: এ দিকে, বিতর্কের মধ্যেই সি ভি আনন্দ বোসের এই দিল্লি রওনা নিতান্তই তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। শুধু শ্লীলতাহানি নয়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান কমিটি তৈরি করেছে পুলিশ। এ দিকে আবার শ্লীলতাহানির অভিযোগ যিনি এনেছিলেন, সেই অভিযোগকারিণীর আদালতে গোপন জবানবন্দির পরে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।
কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কখনও শ্লীলতাহানি কখনও আবার ধর্ষণের মতো অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। এই সকল বিতর্কের মধ্যেই এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার সকালেই দিল্লি রওনা হন তিনি। তাঁর সঙ্গে রাজধানী গিয়েছেন ওএসডি সন্দীপ সিং রাজপুত।
এ দিকে, বিতর্কের মধ্যেই সি ভি আনন্দ বোসের এই দিল্লি রওনা নিতান্তই তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। শুধু শ্লীলতাহানি নয়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান কমিটি তৈরি করেছে পুলিশ। এ দিকে আবার শ্লীলতাহানির অভিযোগ যিনি এনেছিলেন, সেই অভিযোগকারিণীর আদালতে গোপন জবানবন্দির পরে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। যার মধ্যে অন্যতম ছিলেন রাজ্যপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত।
মঙ্গলবার ওএসডি সহ তিনজন আদালতে আগাম জামিন নেন। এর পাশাপাশি পুলিশের ডাকে সাড়া দিয়ে হেয়ার স্ট্রিট থানায়ও পৌঁছন তাঁরা। বাকি আরও ৬ জন নিজেদের বয়ান দিতে যান থানায়।এরপর বুধবার সকালে দেখা গেল বিমানে চড়ে দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল। আর তাঁর সঙ্গে গিয়েছেন ওএসডি সন্দীপ সিং রাজপুতও। আচমকাই কেন তাঁদের এই দিল্লি সফর তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে আইনি পরামর্শ নিতে হয়ত তিনি দিল্লি যেতে পারেন। কারণ বিগত কয়েক মাসে মুম্বই, কোচি গেলেও দিল্লিতে যেতে দেখা যায়নি তাঁকে। হঠাৎ রাজধানী উড়ে যাওয়ায় তৈরি হয়েছে জল্পনা।