Governor Jagdeep Dhankhar: রাজ্যপালের বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হতে পারেন শিক্ষামন্ত্রী

Governor Jagdeep Dhankhar: জানা যাচ্ছে, বিধানসভায় আইন আসবে, আইন সংশোধন হবে, তারপর বিজ্ঞপ্তি জারি হবে। সেক্ষেত্রে পদাধিকার বলে ভিজিটর পদে আসতে পারবেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Governor Jagdeep Dhankhar: রাজ্যপালের বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হতে পারেন শিক্ষামন্ত্রী
রাজ্যপাল জগদীপ ধনখড়
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2022 | 3:48 PM

কলকাতা: আচার্যের পর এবার ভিজিটর পদেও বদল? সেই সম্ভাবনা জোরাল হচ্ছে। ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে বর্তমানে রয়েছেন রাজ্যপাল। নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে বসতে পারে শিক্ষামন্ত্রী। আইনি প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে খবর। রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আচার্য পদে আর এখন রাজ্যপাল থাকবেন না। মুখ্যমন্ত্রী আসবেন। সেই মতো করে বিধানসভায় আইন আনতে চলেছে রাজ্য় সরকার। শুধু আচার্য পদে নয়, ভিজিটর পদেও পরিবর্তন হতে পারে। ভিজিটর পদে রাজ্যপালকে সরানোর ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এই নিয়ে ক্যাবিনেট বৈঠকেও আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, বিধানসভায় আইন আসবে, আইন সংশোধন হবে, তারপর বিজ্ঞপ্তি জারি হবে। সেক্ষেত্রে পদাধিকার বলে ভিজিটর পদে আসতে পারবেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রাজ্য সরকারের বক্তব্য, আচার্য ও ভিজিটর পদে রাজ্যপাল থাকায় বিভিন্ন কাজ আটকে থাকে অনেকক্ষেত্রেই। কাজের গতি শ্লথ হয়। কারণ রাজ্যপাল অনেকক্ষেত্রেই বিভিন্ন ফাইলে সই করেননি।

এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অনেকেই ভাবতে পারেন রাজ্যপালের ক্ষমতাকে কম করা হচ্ছে। কিংবা তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে। তবে আমি বলব এটা সেকেন্ডারি বিষয়। প্রাথমিকভাবে যেটা আমার মনে হয়, সরকার চাইছে শিক্ষাব্যবস্থাকে কুক্ষিগত করতে। তাদের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না। সব জায়গায় নিজেদের লোক বসিয়েছে। বাংলায় তো চাকরি নেই, তবে এখনকার ছেলেমেয়ে আর ভবিষ্যতে বাইরে গেলেও চাকরি পাবে না।”

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যিনি পিএইচডি প্রাপকদের শংসাপত্র দেন, তিনিই জাল ডক্টরেট। মুখ্যমন্ত্রীর নিজস্ব তো একটা বোধ থাকতে হত যে আমি কী করে ওঁদের দেব? মুখ্যমন্ত্রীর তো ভাবা উচিত, আমি ডক্টরেট লিখে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, তারপর সেটা লেখাও বন্ধ করে দিয়েছি। এক জন শিক্ষামন্ত্রী যিনি হেফাজতে যাচ্ছেন, আরেকজন শিক্ষা প্রতিমন্ত্রী মেয়ের চাকরির দুর্নীতিতে পালিয়ে বেড়াচ্ছেন। আরেক জন শিক্ষামন্ত্রী ভিজিটর হচ্ছেন। তোলাবাজরা ভিজিটর হবেন? বিশ্ববিদ্যালয়গুলিকে কি তোলাবাজের ক্ষেত্র হিসাবে ধরছেন?”

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিনিয়োগ থেকে পালাবে। সব কিছুই তাঁর নিজের কবজায় রাখতে হবে! ” রাজ্য-রাজ্যপাল সংঘাত এর আগেও ঘটেছে একাধিকবার। উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও রাজ্যপাল একজন ভিন্ন প্রার্থীকে নিয়োগ করেছিলেন। রাজ্য সরকার মানেনি। শিক্ষা নিয়ে রাজ্যপালের সঙ্গে বিকাশভবনের একটা সংঘাত ছিলই।

নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?