আলাপনের মাতৃবিয়োগ, দিল্লি থেকে ফিরেই সমবেদনা জানাতে ছুটলেন রাজ্যপাল

আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাতৃবিয়োগের কারণে সমবেদনা জানাতেই রাজ্যপাল এ দিন তাঁর বাড়ি গিয়েছিলেন বলে খবর।

আলাপনের মাতৃবিয়োগ, দিল্লি থেকে ফিরেই সমবেদনা জানাতে ছুটলেন রাজ্যপাল
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Jun 20, 2021 | 6:15 PM

কলকাতা: দিল্লি থেকে ফিরেই শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রাক্তন মুখ্যসচিবের কঠিন সময় তাঁকে সমবেদনা জানাতেই তাঁর বাড়ি ছুটে যান রাজ্যপাল। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাতৃবিয়োগের কারণে সমবেদনা জানাতেই রাজ্যপাল এ দিন তাঁর বাড়ি গিয়েছিলেন বলে খবর।

রাজ্যপালের সঙ্গে আলাপনে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তাঁর স্ত্রী সুদেশ ধনখড়ও। সেখানে পৌঁছে রাজ্যের সাবেক মুখ্যসচিব ও তাঁর স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ফিরে সাক্ষাতের ভিডিয়ো-সহ একটি টুইটও করেন রাজ্যপাল।

একের পর এক শোকের ধাক্কা লেগেই রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারে। মাসখানেক আগেই করোনায় ভুগে মৃত্যু হয় আলাপনবাবুর ভাই তথা বিশিষ্ট সাংবাদিক এবং TV9 বাংলার প্রথম সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে মাতৃহারা হলেন আালপনবাবু। বার্ধক্যজনিত কারণে শনিবার সকালেই প্রয়াত হন আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাতৃদেবী।