Haltu: দুধ সাদা গাড়িতে এখনও টাটকা ছিটকে লাগা রক্তের দাগ, কলকাতার তৃণমূল কাউন্সিলর ছেলে গ্রেফতার ‘গর্হিত’ অপরাধে
Haltu: গোলপার্ক ব্যস্ততম এলাকা। সেখানে শুদ্ধসত্ত্ব বিবেকানন্দ উদ্যানের সামনে রাস্তায় বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। জানা যাচ্ছে, এক জন মহিলা রাস্তা পার হচ্ছিলেন। কিন্তু তা দেখা সত্ত্বেও ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন শুদ্ধসত্ত্ব।
কলকাতা: বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ। গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে। এক পথচারী মহিলাকে ধাক্কা দেওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের জালে ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব। রবীন্দ্র সরোবর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
গোলপার্ক ব্যস্ততম এলাকা। সেখানে শুদ্ধসত্ত্ব বিবেকানন্দ উদ্যানের সামনে রাস্তায় বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। জানা যাচ্ছে, এক জন মহিলা রাস্তা পার হচ্ছিলেন। কিন্তু তা দেখা সত্ত্বেও ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন শুদ্ধসত্ত্ব। অভিযোগ তেমনই। বিষয়টি দেখতে পায় রবীন্দ্র সরোবর থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা যাচ্ছে, গাড়িটি কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের। তাঁর গাড়ি চালাচ্ছিলেন ছেলে। গাড়ির সামনে রয়েছে ‘মেয়র ইন কাউন্সিল’-এর বোর্ড। গাড়িতে কাউন্সিলরের দুই ছেলেই ছিলেন বলে জানা গিয়েছে। দুধ সাদা গাড়িতে এখনও লেগে রয়েছে রক্তের দাগ। আহতের রক্ত ছিটকে লাগে গাড়িতে। এখনও পর্যন্ত কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, “এই ঘটনা দুর্ঘটনাজনক। মেয়র ইন কাউন্সিল যদি গাড়ি না থাকেন, সেই গাড়ি ব্যবহার করা আইনত অপরাধ। সবাই ভাবছে বাবার জমিদারী। যা ঘটেছে তা অত্যন্ত গর্হিত অপরাধ।”