নবান্ন অভিযানে বাধা পার্শ্বশিক্ষদের, ধুন্ধুমার পরিস্থিতি রেড রোডে, নামল র্যাফ
রেড রোড ধরে মিছিল নবান্নর দিকে এগোতে গেলে বাধা দেয় পুলিস। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পার্শ্বশিক্ষকেরা। দুই তরফে ধস্তাধ্বস্তির জেরে আহত হন একাধিক পুলিস কর্মী।
কলকাতা: পার্শ্বশিক্ষক-সহ একাদিক শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভকে (Para Teachers Protest) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কলকাতার রেড রোড চত্বরে। দুই পক্ষের তুমুল বচসায় আহত হলেন একাধিক পুলিস কর্মী। বেশ কয়েকজন শিক্ষকদের আটক করা হয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে কমব্যাট ফোর্স ও র্যাফ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী।
শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে এদিন শহিদ মিনার চত্বরে আন্দোলন ও অবস্থান বিক্ষোভ শুরু করে একাধিক শিক্ষক সংগঠন। প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হলেও মিছিল নবান্ন অভিমুখে যাত্রা শুরু করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রেড রোড ধরে মিছিল নবান্নর দিকে এগোতে গেলে বাধা দেয় পুলিস। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পার্শ্বশিক্ষকেরা। দুই তরফে ধস্তাধ্বস্তির জেরে আহত হন একাধিক পুলিস কর্মী। ঝরে রক্ত। আঘাত পান ডিসি সাউথ সুধীরকুমার নীলকান্তাম।
আদালত অনুমতি না দিলেও নবান্ন পর্যন্ত অভিযানের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। মেয়ো ও রেড রোডের সংযোগ স্থলে বর্তমানে রাস্তার উপর অবস্থান চলছে। দফায় দফায় বচসা হচ্ছে পুলিসের সঙ্গে। বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে আটক করেছে পুলিস। দুজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে তাঁদের এসএসকেএম হাতপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত শহিদ মিনারের ধর্না মঞ্চে ফিরে এসেছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, গতকাল ছুটির দিনেও আদালতে জরুরি ভিত্তিতে শুনানি হয়। এরপর শিক্ষাকর্মীদের শহিদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ করার অনুমতি দেয় আদালত। তবে মিছিল ও নবান্ন অভিযানের অনুমতি দেয়নি আদালত।