‘বেতন না বাড়ালে গোটা কলকাতা আবর্জনায় ভরে দেব’, হুঁশিয়ারি ঠিকা সাফাই কর্মীদের
যদিও এ কথায় 'অন্য দলের উস্কানি' চোখে পড়েছে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের।
কলকাতা: সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে ময়লা-আবর্জনা সংগ্রহ করেন তাঁরা। এবার সেই ময়লায় গোটা কলকাতাকে ভরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন পুরসভার ঠিকা সাফাই কর্মীরা। তাঁদের অভিযোগ, বাকি সকলের দিকে নজর দিলেও সরকার তাঁদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে চলেছে। বেতন বাড়াচ্ছে না। এরপরই সোমবার বেহালায় কলকাতা পুরসভার বরো অফিসের সামনের রাস্তা অবরোধ করেন তাঁরা। একই সঙ্গে শুনিয়ে রেখেছেন, পুরসভা বা রাজ্য সরকারের তরফে সদর্থক কোনও বার্তা না পেলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।
আরও পড়ুন: নবান্ন অভিযানে বাধা পার্শ্বশিক্ষদের, ধুন্ধুমার পরিস্থিতি রেড রোডে, নামল র্যাফ
সোমবার সকালে বেহালা, ঠাকুরপুকুর, যাদবপুর, নিউ আলিপুর, গার্ডেনরিচ থেকে প্রায় ১ হাজার ঠিকা সাফাই কর্মী জমায়েত করেন বেহালায় পুর অফিসের সামনে। অবরোধ করেন বেহালা-ডায়মন্ড হারবার রোড। রাস্তার মাঝে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন ময়লা তোলার গাড়ি। বিক্ষোভকারীদের কথায়, করোনা পরিস্থিতিতে পুলিসকর্মী, স্বাস্থ্যকর্মীরা যেমন প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, সাফাইকর্মীরাও পিছিয়ে নেই।
অভিযোগ, সরকার তাঁদের দিকে দেখছে না। গত ২০ বছর ধরে ৭২০০ টাকা মাসিক বেতন তাঁদের। অথচ বাকি সব জিনিসেরই দাম বেড়েছে। এবার বেতন না বাড়লে সংসার চালানো যাবে না বলেই ময়দানে নামতে হয়েছে, বলছেন বিক্ষোভকারীরা। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও তাঁরা সুরাহা পাননি, বলছেন তাঁরা। তাই এবার নিজেরাই পথে নামলেন। সরকার পদক্ষেপ না করলে শহরকে আবর্জনায় ভরিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও এ কথায় ‘অন্য দলের উস্কানি’ চোখে পড়েছে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের। তিনি বলেন, “পারবে না। নির্বাচন এসে গিয়েছে, তাই অনেক দল উস্কানি দিচ্ছে। এঁরা তো অনেকদিন ধরেই রয়েছেন। এত তাড়াতাড়ি তো আমার পক্ষেও এটা সম্ভব নয়। তবে আমি আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মানুষের সমস্যা গুরুত্ব দিয়ে দেখেন। এ ক্ষেত্রেও তেমনটা নিশ্চয়ই হবে।”