Rain Forecast: আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, তালিকায় পাঁচ জেলা
Rain Forecast: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার আকাশ মোটের উপর মেঘলা থাকলেও প্রবল বর্ষণ দেখা যাবে। দিনের কোনও কোনও সময় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
কলকাতা: সোমবার কার্যত দিনভর প্রবল বৃষ্টি দেখেছে কলকাতা (Weather Update of Kolkata)। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তবে আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট অনেকটা কমবে দক্ষিণবঙ্গে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মৌসুমী অক্ষরেখা অনেকটাই উত্তরবঙ্গের দিকে সরে গিয়েছে। মালদা, মুর্শিদাবাদ থেকে সরতে সরতে এখন তা দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে অবস্থান করছে। ফলে এই জেলাগুলিতে আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার আকাশ মোটের উপর মেঘলা থাকলেও প্রবল বর্ষণ দেখা যাবে। দিনের কোনও কোনও সময় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই খুব একটা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হলেও হাওড়া, দুই চব্বিশ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে আগামী চারদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
অন্যদিকে আগামী কয়েকদিন দুই বঙ্গেই তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু-এক ডিগ্রি কম থাকতে পারে।