Political Rally in Bengal: থানা থেকে আর মিছিলের অনুমতি নয়, বিধি তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: tannistha bhandari

Updated on: Mar 17, 2023 | 4:34 PM

Political Rally in Bengal: ভাঙড়ের ওই মিছিল সংক্রান্ত মামলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতকে প্রস্তাব দেন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্য করা যাবে না।

Political Rally in Bengal: থানা থেকে আর মিছিলের অনুমতি নয়, বিধি তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট
অলংকরণ- TV9 বাংলা

কলকাতা : মিছিল বা সভার অনুমতি দিয়ে রাজ্য তথা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযো উঠেছে। বিশেষত বিরোধী দলগুলির তরফে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। এবার ভাঙড়ে সিপিএমের একটি মিছিল সংক্রান্ত মামলায় গোটা রাজ্যের জন্য বয়া বিধি তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে আর মিছিলের অনুমতি দেবে না স্থানীয় থানা। যে কোনও রাজনৈতিক দলকে অনুমতি দিতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা কমিশনারেটের কাছ থেকে। ভাঙড়ে মিছিল করতে চেয়ে আদালতে একটি মামলা করেছিল সিপিএম। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানে একদিকে মিছিলের অনুমতি পেয়েছে সিপিএম, অন্যদিকে নয়া বিধিও তৈরি করে দেওয়া হয়েছে।

কোন দল, কখন আবেদন করছে, থাকতে হবে রেজিস্ট্রারে

ভাঙড়ের ওই মিছিল সংক্রান্ত মামলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতকে প্রস্তাব দেন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্য করা যাবে না। কোন দল, কখন আবেদন জমা দিল, তার লিখে রাখার জন্য আলাদা রেজিস্ট্রার রাখতে হবে। ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দিতে হবে পুলিশকে। কতজন মিছিলে যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় মিছিল করতে চায়, সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে।

সভা নিয়ে অশান্তি নয়, নিশ্চিত করতে হবে থানাকে

আরও দাবি ছিল, স্থানীয় থানা নিশ্চিত করবে, কোনও ভাবে সে সব মিছিল বা সভা নিয়ে কোনও অশান্তি না হয়, বাইরের কোনও লোক গোলমাল না করতে পারে। শব্দ বিধি মেনে মাইক বাজাতে হবে বলেও উল্লেখ করা হয়েছিল আবেদনে। সেই আবেদনের রেজিস্ট্রার যাতে অনলাইনে দেখা যায়, সেটা নিশ্চিত করতে হবে জেলাগুলিকে। সেই প্রস্তাব গ্রহণ করেছে আদালত। অর্থাৎ এরপর যদি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ না হয়, তাহলে নয়া বিধি মেনেই রাজ্যে হবে মিছিল বা সভা।

আদালতের এই নির্দেশে কী মনে করছে শাসক দল?

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, ‘এতদিন আমরা নিয়ম মেনে থানায় মিছিলের আবেদন করতাম। কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার কিছুতেই অনুমতি দিতে চাইছেন না। তাঁরা অপেক্ষায় থাকতেন কখন তৃণমূলের নেতা নেত্রীরা ঘাড় নাড়বেন। তাই গণতন্ত্রের কথা মাথায় রেখে আদালত আজ হস্তক্ষেপ করেছে। আদালত যে নির্দেশ দিয়েছে, তা সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেই আমি মনে করি।’ বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘পুলিশ যে খেলাটা খেলছিল, সেটা যেন না খেলতে পারে, তাই এই আবেদন করেছিলাম। আমাদের দুর্ভাগ্য যে এই নির্দেশ আদালত থেকে পেতে হল।’

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla