Abhishek Banerjee: পুজোর মধ্যে অভিষেককে সমন নয়, ED-কে বলল হাইকোর্ট
Abhishek Banerjee: ৩ অক্টোবরের সমন প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, তদন্তে যেন কোনও বাধা না আসে। সিঙ্গল বেঞ্চের নির্দেশেই অভিষেককে তলব করা হয়েছিল।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দু বার ইডি দফতরে হাজিরাও দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদের পর তিনি দাবি করেছিলেন, কোনও তথ্যই নাকি পায়নি ইডি। এবার ফের তলব করা হয়েছে। ৩ অক্টোবর হাজিরা এড়ানোর পর ৯ অক্টোবর ফের তলব করা হয়েছে তাঁকে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সমনে আপত্তি জানায়নি। দুর্গা পুজোর কয়েকদিনের মধ্যে তাঁকে তলব করা যাবে না, এমনই পর্যবেক্ষণ হাইকোর্টের।
৩ অক্টোবরের সমন প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, তদন্তে যেন কোনও বাধা না আসে। সিঙ্গল বেঞ্চের নির্দেশেই অভিষেককে তলব করা হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশ বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বৃহস্পতিবার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী আবেদন জানান, যাতে পুজোর পাঁচদিন অগ্রিম রক্ষাকবচ দেওয়া হয়। এরপর বিচারপতি সৌমেন সেন বলেন, সমন ইস্যু করতে হলে ১৯ অক্টোবরের আগে বা ২৬ অক্টোবরের পর অর্থাৎ পুজোর পর করতে হবে।
উল্লেখ্য, এর আগে ৩ অক্টোবর সমন করা হয়েছিল অভিষেককে। ওই দিনই দিল্লিতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই দিন দিল্লিতে থাকায় হাজিরা দেননি তিনি। এর আগে যে দিন তলব করা হয়েছিল, যে দিন দিল্লিতে ছিল ইন্ডিয়ো জোটের সমন্বয় কমিটির বৈঠক। সেই বৈঠকে না গিয়ে হাজিরা দিয়েছিলেন অভিষেক। দুই ক্ষেত্রেই তৃণমূলের দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশেই এই দিনগুলো বেছে নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা।