HS 2024: সিসিটিভির নিরাপত্তাবেষ্টনীতে উচ্চমাধ্যমিক, কী নির্দেশ দিল সংসদ…
HS: আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের ছবিটা দেখেই এবার উচ্চমাধ্যমিক নিয়ে সতর্ক হচ্ছে সংসদ। এই প্রথমবার সংসদ প্রশ্নপত্রে 'ইউনিক নম্বর'ও রাখছে। পরীক্ষায় স্বচ্ছতার কথা মাথায় রেখেই এই ইউনিক কোড রাখা হবে।
কলকাতা: মাধ্যমিকের প্রশ্ন বেরিয়ে যাওয়ার ঘটনায় আরও সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক পরীক্ষার কেন্দ্রের গেটে ঢোকার মুখে সিসিটিভি বসানোর নির্দেশ দিল। সিসিটিভি থাকবে ভেন্যু সুপারভাইজারের ঘরে, যেখানে সব মোবাইল জমা থাকবে শিক্ষকদের। ২৮ মার্চ পর্যন্ত সংরক্ষণ করতে হবে সিসিটিভির ফুটেজ, এমনও নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।
মাধ্যমিকের তৃতীয়া ছিল সোমবার। শুক্রবার থেকে পরীক্ষা শুরু হয়েছে। তিন নম্বর পরীক্ষা ছিল আজ। তিনদিনে ১৬ জনের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল ফোন নিয়ে পরীক্ষাহলে ঢোকা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ভাইরাল, নানা অভিযোগই উঠেছে এই পরীক্ষার্থীদের বিরুদ্ধে।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের ছবিটা দেখেই এবার উচ্চমাধ্যমিক নিয়ে সতর্ক হচ্ছে সংসদ। এই প্রথমবার সংসদ প্রশ্নপত্রে ‘ইউনিক নম্বর’ও রাখছে। পরীক্ষায় স্বচ্ছতার কথা মাথায় রেখেই এই ইউনিক কোড রাখা হবে। সাধারণত জাতীয় স্তরের পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোডের ব্যবহার থাকে। প্রশ্নের ডানদিকে উপরে থাকবে এই ইউনিক সিরিয়াল নম্বরটি। পরিক্ষার্থীদের উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে। কোনওভাবেই তা বাদ দেওয়া চলবে না।