Sandeshkhali: ইডির উপর হামলার এক মাস অতিক্রান্ত , রাজ্যের থেকে ফের রিপোর্ট তলব বোসের
Attack on ED: সন্দেশখালিতে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, যেভাবে ইডির তদন্তকারী দলের উপর হামলা হয়েছিল, তা নিয়ে শুরু থেকেই কড়া মন্তব্য করে এসেছেন রাজ্যপাল বোস। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বার বার। বার বার তিনি বুঝিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলার অবনতিকে কোনওভাবে বরদাস্ত করা হবে না। সন্দেশখালির ঘটনার পর রাজ্যপাল বোস এও বলেছিলেন, 'কে কালপ্রিট সকলেই জানে।'
কলকাতা: এক মাস হয়ে গেল। এখনও ধরা পড়ল না শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। রক্তাক্ত হয়েছিলেন তদন্তকারী অফিসাররা। সেদিনের ঘটনার পর, আজ ৫ ফেব্রুয়ারি। মাঝে এক মাস অতিক্রান্ত। এদিকে শেখ শাহজাহান কোথায় আছেন, তা এখনও ধোঁয়াশা। এসবের মধ্যেই এবার ফের সন্দেশখালির প্রসঙ্গে রাজ্যের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে রাজভবন থেকে।
উল্লেখ্য, এর আগেও সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে এক দফা রাজ্যের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এবার ফের একবার রাজ্যের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলেন বাংলার সাংবিধানিক প্রধান। সূত্রের খবর, শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে এবং সন্দেশখালির আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চেয়ে রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিবকে।
প্রসঙ্গত, সন্দেশখালিতে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, যেভাবে ইডির তদন্তকারী দলের উপর হামলা হয়েছিল, তা নিয়ে শুরু থেকেই কড়া মন্তব্য করে এসেছেন রাজ্যপাল বোস। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বার বার। বার বার তিনি বুঝিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলার অবনতিকে কোনওভাবে বরদাস্ত করা হবে না। সন্দেশখালির ঘটনার পর রাজ্যপাল বোস এও বলেছিলেন, ‘কে কালপ্রিট সকলেই জানে। যদি না ধরা যায়, কেন ধরা যাচ্ছে না, সর্বসমক্ষে বলা হোক। সত্যি বলা হোক। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।’
শুধু তাই নয়, সন্দেশখালির ঘটনার পর রাজ্যের নতুন মুখ্যসচিব বি পি গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকেও রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল। পরিস্থিতি সম্পর্কে রাজ্যের দুই শীর্ষ আমলার থেকে তথ্য নিয়েছিলেন বোস। আর এবার ফের রাজ্যের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হল।