Kolkata: কী ভাবে কাটা পা গেল রোগীর পরিজনের হাতে? NRS-র জবাব তলব স্বাস্থ্যভবনের
Kolkata: গত সোমবার মহম্মদ রাজ নামে এক যুবক ট্যাংরা থেকে লক্ষ্মীকান্তপুর যাচ্ছিলেন। চড়েছিলেন ট্রেনে। যাত্রাপথেই আচমকা ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর চোট পান দু’টি পায়ে। তাঁর সঙ্গে থাকা সহকর্মীই তাঁকে উদ্ধার করে দ্রুত এনআরএস-এ নিয়ে আসেন।
![Kolkata: কী ভাবে কাটা পা গেল রোগীর পরিজনের হাতে? NRS-র জবাব তলব স্বাস্থ্যভবনের Kolkata: কী ভাবে কাটা পা গেল রোগীর পরিজনের হাতে? NRS-র জবাব তলব স্বাস্থ্যভবনের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/11/NRS.jpg?w=1280)
কলকাতা: এনআরএসকাণ্ডে পদক্ষেপ স্বাস্থ্যভবনের। কী ভাবে কাটা পা গেল রোগীর পরিজনের হাতে? সূত্রের খবর, ইতিমধ্যেই এ বিষয়ে এনআরএস কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। নিয়ম মোতাবেক দুর্ঘটনায় বাদ যাওয়া অঙ্গের ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। কিন্তু, ডিসি মর্গে যাওয়ার আগেই কাটা পা পরিজনের হাতে দেওয়া হয়েছে। তাতেই তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশ্নের মুখে পড়েছে এনআরএস কর্তৃপক্ষের ভূমিকা। ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটেছে বলে টিভি নাইনকে জানালেন অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী।
সূত্রের খবর, গত সোমবার মহম্মদ রাজ নামে এক যুবক ট্যাংরা থেকে লক্ষ্মীকান্তপুর যাচ্ছিলেন। চড়েছিলেন ট্রেনে। যাত্রাপথেই আচমকা ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর চোট পান দু’টি পায়ে। তাঁর সঙ্গে থাকা সহকর্মীই তাঁকে উদ্ধার করে দ্রুত এনআরএস-এ নিয়ে আসেন। চিকিৎসাও শুরু হয়। কিন্তু, শেষ পর্যন্ত তাঁর পা দু’টি কেটে বাদ দিতে বাধ্য হন ডাক্তারেরা। এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে তাঁর বাড়িতে।
হাসপাতালে ছুটে আসেন রাজের দাদা। তাঁর দাবি, জরুরি বিভাগে যেতেই কর্তব্যরত নার্স তাঁর হাতে তাঁর ভাইয়ের দু’টি কাটা পা ধরিয়ে দেন। কাটা পা নিয়েই ভাইয়ের সঙ্গে দেখা করেন দাদা। কিন্তু, সেই সময় আবার ওয়ার্ডে থাকা আর এক নার্স তাঁকে খুবই বকাবকি করেন। হাসপাতাল থেকে বের হওয়ার মুখে পুলিশেও বকাঝকার মুখে পড়েন তিনি। সামনে আসে গোটা বিষয়টি। তারপর থেকেই এ ঘটনা নিয়ে শোরগোল চলছিল।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)