বিপদ রুখতে পারেন আপনিই… তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক না করে কী ভাবে মোকাবিলা করবেন সেটা খেয়াল রাখুন

রেস্তোরাঁ, শপিং মল, পানশালা, থিয়েটার, বিনাদন-পার্ক, সব কিছুই খুলছে ধাপে ধাপে। দেখে মনে হতে পারে, কোথায় করোনা? যদিও এর মধ্যেই তৃতীয় ঢেউয়ের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

বিপদ রুখতে পারেন আপনিই... তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক না করে কী ভাবে মোকাবিলা করবেন সেটা খেয়াল রাখুন
ছবি: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 8:59 PM

কলকাতা: তৃতীয় ঢেউ! আবারও আশঙ্কার মেঘ জমছে এই দু’টো শব্দকে ঘিরে। কেন্দ্রীয় রিপোর্ট খানিকটা কাঁপুনি ধরিয়েছে উত্‍সবের অপেক্ষায় থাকা বাঙালির বুকে! রিপোর্ট বলছে, অক্টোবরে তুঙ্গে উঠতে পারে তৃতীয় ঢেউ। শিশুরা থাকবে মূল নিশানায়। মানুষের অসতর্কতার সুযোগ নিয়ে ‘থার্ড ওয়েভ’ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে নীতি আয়োগ। ধীরে ধীরে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠছে বাংলা। কিন্তু আর-ভ্যালুর দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ পুজোর মুখে ভয়ঙ্কর চেহারা নিতে পারে সংক্রমণ। তবে পরিস্থিতি মোকাবিলায় আগাম তোড়জোড় করছে রাজ্য। কী রকম?

রেস্তোরাঁ, শপিং মল, পানশালা, থিয়েটার, বিনাদন-পার্ক, সব কিছুই খুলছে ধাপে ধাপে। দেখে মনে হতে পারে, কোথায় করোনা? যদিও এর মধ্যেই তৃতীয় ঢেউয়ের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর হাল কী রকম, স্পষ্ট হয়ে গিয়েছিল দ্বিতীয় ঢেউয়ের সময়েই। তবে সে অভিজ্ঞতা মাথায় রেখে তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে চায় প্রশাসন। এ ক্ষেত্রে প্রথম নজর টিকাকরণে। টিকাকরণে গতি আনতে তত্‍পরতা শুরু হয়েছে ইতিমধ্যেই

শহর দিয়ে গ্রামকে ঘেরার কৌশলই এ ক্ষেত্রে ফর্মুলা হতে চলেছে। শহরাঞ্চলের পর টিকাকরণের হার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে পঞ্চায়েত এলাকাতেও। প্রাথমিক স্তরের চিকিৎসা কেন্দ্রের সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিষ্ঠানগুলির টেলি কনসালটেশনের ব্যবস্থা করা হচ্ছে। করোনা-আক্রান্ত কমবয়সীদের চিকিৎসার পরিকাঠামোয় নজর দেওয়া হচ্ছে। তবে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দুটি বিষয়ের দিকে বার বার নজর দিতে বলছেন বিশেষজ্ঞরা।

গত সোমবারই প্রকাশ্যে এসেছে এক তথ্য। জানা গিয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে (PMO) একটি রিপোর্ট জমা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের (NIDM) তরফ থেকে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অক্টোবরেই চরম আকার ধারণ করতে পারে করোনার তৃতীয় ঢেউ। শিশুদের ক্ষেত্রে যে সংক্রমণের আশঙ্কা বেশি থাকবে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। অর্থাৎ উৎসবের মরসুম যে এবারও দেশবাসীর জন্য খুব একটা স্বস্তির নয়, এই রিপোর্টে মিলেছে তেমনই ইঙ্গিত।

চিকিৎসক কাজলকৃষ্ণ বণিকের কথায়, “ভয়, আশঙ্কা যেমন আছে। তেমনই তা থেকে উদ্ধারের পথও আমরা জানি। বার বার বলছি মানুষই শেষ কথা। মানুষের দৈনন্দিন ভূমিকাই সংক্রমণ বাড়া বা কমার কারণ হবে। মাথায় রাখতে হবে করোনা কিন্তু ইতিমধ্যেই নানা গবেষণাকে ভুল প্রমাণ করে দিয়েছে। যখন যে ঢেউ আছড়ে পড়বে বলেছিল তা বিলম্বিত হয়েছে। এখনও পর্যন্ত তৃতীয় ঢেউও আশঙ্কার মধ্যেই রয়েছে। বাস্তবে কতখানি আসবে তা বোঝা যাবে আগামী উৎসবের মরসুমে আমরা কী ভূমিকা পালন করব এবং দেশের সরকার আমাদের সুরক্ষিত রাখার জন্য কতটা টিকার সুযোগ করে দেবে।” সুতরাং এ কথা স্পষ্ট শুধু সরকারি প্রস্তুতির উপর ভরসা করলে চলবে না, তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে সতর্ক থাকতে হবে নিজেদেরও। আরও পড়ুন: রাজ্যের হাতে পর্যাপ্ত টিকা, তৃতীয় ঢেউয়ের আগেই স্বাস্থ্য দফতরের লক্ষ্য দিনে ৭ লক্ষ…