Santosh Mitra Square: ‘রামমন্দিরে’ জনপ্লাবন! ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশ-পুজো কমিটি

Pandal Hopping: কাতারে কাতারে মানুষ লেবুতলা পার্কমুখী। যেন একটা জনপ্লাবন। কে কার আগে দেখবে রামমন্দির! তা নিয়েই হুড়োহুড়ি। গত কয়েকদিন ধরেই এটাই ছবি সন্তোষ মিত্র স্কোয়ারে। সপ্তমীর রাতে তা একেবারে বাঁধ ভাঙল। ভিড় এত উপচে পড়েছে, যে তা সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল পুলিশকে।

Santosh Mitra Square: 'রামমন্দিরে' জনপ্লাবন! ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশ-পুজো কমিটি
সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2023 | 6:23 AM

কলকাতা: শহর কলকাতায় এবারের পুজোর অন্যতম চমক ‘রামমন্দির’। প্রচুর ভিড় টানছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো। কাতারে কাতারে মানুষ লেবুতলা পার্কমুখী। যেন একটা জনপ্লাবন। কে কার আগে দেখবে রামমন্দির! তা নিয়েই হুড়োহুড়ি। গত কয়েকদিন ধরেই এটাই ছবি সন্তোষ মিত্র স্কোয়ারে। সপ্তমীর রাতে তা একেবারে বাঁধ ভাঙল। ভিড় এত উপচে পড়েছে, যে তা সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল পুলিশকে। মণ্ডপে ঢোকার বেশ কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। প্যান্ডেলে যাওয়ার অভিমুখও ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

পুলিশের তরফে এমন পদক্ষেপের পর ক্ষোভ উগরে দিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান পৃষ্ঠপোষক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পরিস্থিতির জন্য সরাসরি পুলিশি ব্যর্থতাকেই দায়ি করছেন তিনি। সজল ঘোষের বক্তব্য, “ভিড় ছিল। ভিড়ের চাপ মাত্রাতিরিক্ত ছিল। আমি পুলিশকে অনুরোধ করেছিলাম, প্রয়োজনে পথ ঘুরিয়ে দেওয়ার জন্য। বলেছিলাম আমাদের কোনও সমস্যা নেই এতে। কিন্তু রাস্তা ঘুরিয়ে দেওয়া এবং প্যান্ডেল আশপাশের রাস্তা অবরুদ্ধ করে দেওয়া এক জিনিস নয়।”

বিজেপি কাউন্সিলরের বক্তব্য, “পুলিশ যখন ব্যর্থ হয়, তখনই তাঁরা এটাই করতে জানে। বন্ধ করে দেয়। বিজ্ঞানসম্মত উপায়ে ভিড় পাতলা করা যেত। ছোট ছোট গলি দিয়ে হাজার হাজার লোক ঢুকে পড়েছে, এটাই সমস্যা। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই পুলিশকে অনুরোধ করা হয়েছিল অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সমস্তভাবে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আমরা।”

উল্লেখ্য, গতরাতে সন্তোষ মিত্র স্কোয়ারের যে দৃশ্য ধরা পড়েছে, তাতে কার্যত গিজগিজ করছে ভিড়। পুজো কমিটির তরফে মাইকে পরামর্শ দেওয়া হচ্ছিল, যাতে বাচ্চাদের নিয়ে এই ভিড়ের মধ্যে কেউ মণ্ডপে না ঢোকেন। প্রয়োজনে পরের দিন এসে ঠাকুর দেখতেও মাইকিং করে পরামর্শ দিচ্ছিল পুজো কমিটি। এদিকে পুলিশ সূত্রে খবর, গতরাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে দর্শনার্থীরা পদপৃষ্ট হয়ে যেতে পারেন, এমন আশঙ্কাও তৈরি হয়েছিল। সেই কারণেই কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের তরফে এই পদক্ষেপ করা হয়।

প্রসঙ্গত, গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ছিল লালকেল্লা। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের দুর্দান্ত ব্যবস্থা রাখা হয়েছিল। গতবারও সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, এত ভিড় হয়েছিল যে তা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল পুজো কমিটিকে।