Child Death: ফের আরও এক, কয়েক ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বি সি রায় হাসপাতালে
Child Death: উত্তর ২৪ পরগনার হাতিয়ারার বাসিন্দা। জ্বর, সর্দি, কাশি নিয়ে দিন-পাঁচেক ধরে অসুস্থ ছিল সে। শুক্রবার বিকালে তাকে বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মৃত্যু হয় একরত্তির।
কলকাতা: ফের বি সি রায় শিশু হাসপাতাল (BC Roy Hospital) থেকে শিশুমৃত্যুর খবর। এই নিয়ে শনিবার সকাল থেকে ৩ শিশুর মৃত্যুর খবর এসেছে। মৃত শিশুর বয়স ২ মাস ১৫ দিন। এ দিন, সকাল ১১টা ১৫ নাগাদ মৃত্যু হয় তার। এই নিয়ে শেষ আট দিনে রাজ্যে মোট ৩৩ শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত শিশুর নাম আরাধ্যা চট্টোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার হাতিয়ারার বাসিন্দা। জ্বর, সর্দি, কাশি নিয়ে দিন-পাঁচেক ধরে অসুস্থ ছিল সে। শুক্রবার বিকালে তাকে বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মৃত্যু হয় একরত্তির।
মৃত শিশুর পরিবারের এক সদস্য বলেন, “এক দুমাস ধরে ভুগছিল। গৌরীবাড়িতে স্থানীয় ডাক্তার দেখাই। এরপর বাড়াবাড়ি হতেই শুক্রবার ভর্তি করি। আজকে সকালবেলা খবর এল বাচ্চা মারা গিয়েছে।”
অপরদিকে, রায়ান গাজি নামে আরও এক শিশুর মৃত্যু হয়। তার বয়স ১১ মাস। রায়ান দমদমে বাসিন্দা। আজ সকাল দশটা নাগাদ মৃত্যু হয় তার। জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভোর রাতে মৃত্যু হয় আর এক শিশুর। হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুটির বয়স ছ’মাস। কল্যাণীর বাসিন্দা বলে জানা যায়। গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশি নিয়ে ভুগছিল। এরপর কল্যাণী জেএনএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে গত ২৩ ফেব্রুয়ারি বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর আজ ভোর চারটে নাগাদ মৃত্যু হয় শিশুটির।
এ দিকে, লাগাতার শিশু মৃত্যু নিয়ে বি সি রায় হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীকে প্রশ্ন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। উল্লটে মেজাজ হারাতে দেখা গেল তাঁকে। হাত দিয়ে সরিয়ে দিলেন ক্যামেরা। এমনকী সংবাদ মাধ্যমের ক্যামেরা বাজেয়াপ্ত করার হুমকিও দিলেন তিনি।