Monsoon Update: আর ৪-৫ দিন, তারপরেই খেলা ঘুরবে বাংলার আকাশে, বলছে হাওয়া অফিস
Monsoon Update: বিগত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। বিপর্যস্ত সিকিম। হাওয়া অফিস বলছে, একই পরিস্থিতি থাকবে আরও ৫ দিন। শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা: দক্ষিণবঙ্গে কবে পা রাখবে বর্ষা? প্রশ্নটা ঘোরাফেরা করছে কলের মধ্যেই। সকলেরই নজর হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে। তবে আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহ ঘোরার আগে পরিস্থিতি বদলের খুব একটা সম্ভাবনা নেই। তাঁরা বলছেন, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে ঢুকবে বর্ষা। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
এদিনই দেশের মৌসম ভবন জানিয়েছে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে তা বোঝাই যাচ্ছে।
এদিকে বিগত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। বিপর্যস্ত সিকিম। হাওয়া অফিস বলছে, একই পরিস্থিতি থাকবে আরও ৫ দিন। শুক্রবার আল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলাতেই আবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই ছবি মালদহ উত্তর, দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। তবে এখনও কয়েকটা দিন গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাতেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।