Kolkata Police: বড় প্রযোজনা সংস্থার নাম করে সিরিয়ালে চান্স দেওয়ার টোপ, হোটেলে ঢুকেই ১০০ ডায়াল তরুণীর
Kolkata Police: কেন ওই তরুণীকে আটকে রাখা হল সে বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি। তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই তরুণীকে। এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে কি না, বা আরও অন্য কোনও অসৎ উদ্দেশ্যে তরুণীকে হোটেলে ডাকা হয়েছিল কি না সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা: সিনেমা-সিরিয়ালে অভিনয়ের সুযোগে করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আনা হয়েছিল হোটেলে। তখনও তরুণী বোঝেননি তিনি প্রতারণার শিকার। মোহভঙ্গ হতেই সোজা ১০০ ডায়াল তরুণীর। ফোন পেতেই হোটেলে ছুটল পুলিশ। গ্রেফতার দুই ব্যক্তি। অভিযোগ, ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে, ভুয়ো তথ্য দিয়ে দেওয়া হচ্ছিল টোপ। নেপথ্যে ভাস্কর মণ্ডল এবং সুদীপ মণ্ডল নামে দুই যুবক। বড় বড় প্রোডাকশন হাউজের ব্যানারের ছাতায় নিজেদের পরিচালক ও সহকারী পরিচালক পরিচয় দিয়ে পাতা হয়েছিল ফাঁদ। এই প্রলোভন দেখিয়ে ঠাকুরপুকুরের একটি হোটেলে এদিন ডাকা হয় রিজেন্ট পার্কের ২১ বছরের ওই তরুণীকে।
ওই হোটেল থেকেই এদিন একটি ফোন যায় লালবাজারে। ১০০ ডায়াল করে এক তরুণী জানান, তিনি বিপদে রয়েছেন। তাঁকে ঠাকুরপুকুরের একটি হোটেলে আটকে রাখা হয়েছে। খবর পাওয়া মাত্রই লালবাজারের তরফে অ্যালার্ট করা হয় ঠাকুরপুকুরে মহিলা পুলিশকে। তারপরই পুলিশের একটি দল হানা দেয় ওই হোটেলে। হোটেল থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। জানা যায় সিনেমা-সিরিয়ালে কাস্টিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়েছিল।
কিন্তু, কেন ওই তরুণীকে আটকে রাখা হল সে বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি। তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই তরুণীকে। এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে কি না, বা আরও অন্য কোনও অসৎ উদ্দেশ্যে তরুণীকে হোটেলে ডাকা হয়েছিল কি না সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419/420/467/468/471/120B/354A/354/342/509 ধারায় মামলা রুজু করে চলছে তদন্ত।