Indian Museum Kolkata: বাঁশি বেজে উঠল, দৌড়ে বেরিয়ে আসতে শুরু করলেন পর্যটক-কর্মীরা! ভারতীয় জাদুঘরে ভয়ঙ্কর আতঙ্ক
Indian Museum Kolkata: শীতের মরশুম। এ সময়ে কলকাতার বিভিন্ন জায়গায় পাশাপাশি জাদুঘরেও থাকে পর্যটকদের ভিড়। শুক্রবার সকালে তখন পর্যটকরা আসতে শুরু করে দিয়েছিলেন। তাঁদের চেকিং করেই ভিতরে ঢোকানো হচ্ছিল।
কলকাতা: ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক। বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হতে পারে। শুক্রবার সকালে এমনই এক হুমকি বার্তা এল জাদুঘর কর্তৃপক্ষের কাছে। বোমা থাকার হুমকি বার্তা পাওয়ার পর জাদুঘর থেকে বের করে দেওয়া হয় দর্শক ও কর্মীদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় কলকাতা পুলিশে। চলে আসে বম্ব স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি।
শীতের মরশুম। এ সময়ে কলকাতার বিভিন্ন জায়গায় পাশাপাশি জাদুঘরেও থাকে পর্যটকদের ভিড়। শুক্রবার সকালে তখন পর্যটকরা আসতে শুরু করে দিয়েছিলেন। তাঁদের চেকিং করেই ভিতরে ঢোকানো হচ্ছিল। আচমকাই জাদুঘরের ভিতরে বাঁশি বাজাতে থাকেন কর্মীরা। দ্রুত তৎপরতার সঙ্গে পর্যটকদের জাদুঘর থেকে বের করে দেওয়া হয়। তখন অবশ্য তাঁদের কারণ জানানো হয়নি।
পরে জাদুঘর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়, সকালে একটি ই-মেল আসে। সেখানে লেখা ছিল, “মিউজিয়ামের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। প্রতিটি বিস্ফোরক খুব ভাল করে লুকিয়ে রাখা রয়েছে। সকালেই বিস্ফোরণ হবে। ফলে সেখানে সেই সময় যারা থাকবেন সকলেই মারা যাবেন।”
সেই মেইলে আরও লেখা ছিল, “আমরা টেরোরাইজারস ১১১ গ্রুপ। আমাদের গ্রুপের নাম মিডিয়ায় প্রকাশ করুন, না হলে আমরা অশান্তি থামাব না।” দেখা গিয়েছে, শুক্রবার ভোর ৪.৪০ মিনিট নাগাদ ই-মেল আসে। অফিস খোলার পর যখনই ইমেইলটি নজরে পড়ে, আধিকারিকরা থানায় খবর দেন। পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে।
জাদুঘরের এক কর্মী বলেন, “আমরা চার তলায় ছিলাম। আমাদের দ্রুত নীচে চলে আসতে বলা হয়। আসলে অনেকেই তো ঢোকে। কার কী মনে আছে, বোঝা তো দায়।” জাদুঘরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।