Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: ছাত্রদের ডেডলাইনের আগেই হবে বৈঠক, জানিয়ে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা বৈঠকের জন্য সোমবার দুপুর ১টা পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন। সেই ডেডলাইনের মধ্যেই বৈঠকে বসার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৈঠকে উপাচার্য সশরীরে না হলেও ভার্চুয়ালি থাকবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Jadavpur University: ছাত্রদের ডেডলাইনের আগেই হবে বৈঠক, জানিয়ে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয় Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 5:20 PM

কলকাতা: অবশেষে আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে বৈঠকে বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামিকাল (সোমবার) বেলা ১১টায় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে প্রত্যেক ছাত্র সংগঠনের ২ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। বৈঠকে থাকবেন সহউপাচার্য এবং বিভিন্ন বিভাগের ডিনরা। ডেপুটি রেজিস্ট্রারও বৈঠকে থাকবেন। এদিকে, রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তিনি এই বৈঠকে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত ১ মার্চ ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ।

ওইদিনের ঘটনার পর থেকে উত্তপ্ত যাদবপুর। গত বুধবার বিকেল ৪টের মধ্যে তাঁদের সঙ্গে বৈঠকে বসার জন্য যাদবপুরের উপাচার্যকে সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। কিন্তু, ওইদিন সকালেই রক্তচাপ ওঠানামা করায় হাসপাতালে ভর্তি হন ভারপ্রাপ্ত উপাচার্য। গতকাল ভাস্কর গুপ্তকে দেখতে হাসপাতালে আসেন পড়ুয়ারা।

এই খবরটিও পড়ুন

ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করার পর অভিনব বসু, দেবার্ঘ্য যশরা বলেন, “প্রতিদিন ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফ‌আইআরের সংখ্যা বাড়ছে। শোনা যাচ্ছে, ইউএপিএ ধারাও দেওয়ার চেষ্টা হচ্ছে। এ সব বিষয়‌ই উপাচার্যকে জানানো হয়েছে।” তারপরই তাঁরা জানান, “উপাচার্যকে আমরা জানিয়েছি, এ মুহূর্তে যা পরিস্থিতি তাতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা জরুরি। উপাচার্য যদি নিজে বৈঠকে থাকতে না পারেন, তাহলে তাঁর প্রতিনিধি কারও সঙ্গে আলোচনায় বসা যেতে পারে।” বৈঠকের জন্য সোমবার দুপুর ১টার ডেডলাইন থেকে যে তাঁরা সরে আসছেন না, সেকথা বুঝিয়ে দেন পড়ুয়ারা। তারপরই এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাল, সোমবার সকাল ১১টায় পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসবে তারা।