JU Student Mysterious Death: সেমিস্টার চলাকালীন যাদবপুরের ফিল্ম স্টাডিজ বিভাগের ছাত্রের রহস্যমৃত্যু
JU Student Mysterious Death: সেখানেও অতিথি অধ্যাপকদের সঙ্গে বেশ অসংলগ্ন কিছু আচরণ করেছেন বলেও জানা গিয়েছে। তাঁর আচরণে বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকত্ব দেখেছিলেন বন্ধুরা।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু। ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোনপাল মজুমদার (২৭)। জানা গিয়েছে, ওই ছাত্রের বাড়ি পর্ণশ্রী থানা এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোড এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই যুবকের দেহ। ঘনিষ্ট বন্ধুদের থেকে জানা যাচ্ছে, সোনপাল বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার কারণ অবশ্য স্পষ্ট নয় তাঁদের কাছেও। বেশ অসংলগ্ন কথাবার্তাও বলছিলেন গত কয়েকদিন ধরে। এমন কিছু কথা বলছেন, যা বিশ্বাসযোগ্য ছিল না বন্ধুদের কাছেও। সোনপাল প্রথমে তুলনামূলক সাহিত্য বিভাগে পড়তেন। পরে তিনি ফিল্প স্টাডিজ বিভাগে পড়া শুরু করেন। তবে সেখানেও অতিথি গবেষকদের সঙ্গে বেশ অসংলগ্ন কিছু আচরণ করেছেন বলেও জানা গিয়েছে। তাঁর আচরণে বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকত্ব দেখেছিলেন বন্ধুরা।
ফিল্ম স্টাডিজ বিভাগের তৃতীয় সেমিস্টারের প্রথম দুটি পরীক্ষাও দেন সোনপাল। আজ, মঙ্গলবার তাঁর তৃতীয় পরীক্ষা ছিল। তার আগেই মর্মান্তিক ঘটনা। সোনপালের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর বন্ধুরাও। পরিবারের সদস্যরা কথা বলার মতো পরিস্থিতিতে নেই। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।