Job Seekers Protest: ‘চাকরি চুরি গিয়েছে,মুখ্য়মন্ত্রী বাঁচান’; নবান্নর সামনে ছড়িয়ে ছিটিয়ে চিরকুট
Job Seekers Protest: জানা গিয়েছে চিরকুটগুলি লিখেছেন রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। প্রায় এক বছর ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে দীর্ঘদিন ধপে ধরনা-আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
নবান্ন: কোথাও লেখা ‘আমাদের বাঁচান মুখ্যমন্ত্রী’ কোথাও আবার লেখা ‘আমাদের চাকরি চুরি গিয়েছে’ কোথাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য কাতর আর্জি দেখা গেল। নবান্নর সামনে সাদা কাগজে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চাকরী প্রার্থীদের চিরকুট।
জানা গিয়েছে চিরকুটগুলি লিখেছেন রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। প্রায় এক বছর ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে দীর্ঘদিন ধপে ধরনা-আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। চাকরি প্রার্থীদের অভিযোগ, তাঁরা ন্যায্য চাকরির হকদার হলেও চাকরি পয়সার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের চাকরি ফেরাতে কোনও সদুত্তর ভূমিকা নিচ্ছেন না। সামনেই দুর্গাপুজো তাই বিক্ষোভকারীরা বলছেন তাঁদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রী চাকরি ব্যবস্থা করে দিন।
আজ নবান্ন অভিযানে আসে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। নবান্ন থেকে ধীরে চলো দূরত্ব কাজীপাড়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন তাঁরা। স্লোগান তোলেন। পুলিশ সেখানেই আটকে দেয় তাদের। বেশ কয়েকজনকে পুলিশ আটক করেও নিয়ে যায় থানায়। এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা এতদিন মাতঙ্গিনী হাজরার তলায় বসে রয়েছি। আমাদের চাকরি প্রয়োজন। আমাদের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। ছটা পুজো আমাদের পার হয়ে গিয়েছে। আমাদের শুধু চাকরি ফিরে দিন।”